TRENDING:

Prashant Kishor New Challenge: নতুন চ্যালেঞ্জ নিলেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে রুখতে এবার এই রাজ্যে পরীক্ষা ভোট গুরুর

Last Updated:

তেলেঙ্গানায় ধীরে ধীরে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করছে বিজেপি৷ এই পরিস্থিতিতে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) উপরে ভরসা রাখার চেয়ে ভাল বিকল্প ছিল না কেসিআর-এর সামনে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দ্রাবাদ: ফের নতুন চ্যালেঞ্জ নিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)৷ এবার নির্বাচনী বৈতরণী পেরোতে ভোট গুরু পিকে-র উপর ভরসা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (KCR)৷ প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা যে এবার তাঁর সঙ্গে কাজ করবে, এ দিন নিজেই সেকথা জানিয়েছেন তেলেঙ্গানার (Telengana) মুখ্যমন্ত্রী৷
প্রশান্ত কিশোর৷ Photo-PTI
প্রশান্ত কিশোর৷ Photo-PTI
advertisement

প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) পাশে পেয়ে রীতিমতো আত্মবিশ্বাসী কেসিআর একই সঙ্গে দাবি করেছেন, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তাঁর দল ৯৫ থেকে ১০৫টি আসনে জয় পাবেই৷

আরও পড়ুন: ভোটে হেরেও ধামিই ফের মুখ্যমন্ত্রী, চার রাজ্যে পুরনো মুখেই ভরসা রাখল বিজেপি

তেলেঙ্গানায় ধীরে ধীরে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করছে বিজেপি৷ এই পরিস্থিতিতে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে প্রশান্ত কিশোরের উপরে ভরসা রাখার চেয়ে ভাল বিকল্প ছিল না কেসিআর-এর সামনে৷ গত ফেব্রুয়ারি মাসে অভিনেতা প্রকাশ রাজের সঙ্গে কালেশ্বরমে একটি সেচ প্রকল্পের কাজ দেখতে গিয়েছিলেন প্রশান্ত কিশোর৷ যেহেতু কেসিআর-এর সঙ্গে প্রকাশ রাজের সম্পর্ক ভাল, সেই সূত্রেই পিকে-র সঙ্গে কেসিআর হাত মেলাতে পারেন বলে তার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল৷

advertisement

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ দিন বলেন, 'অনেকেই জানেন না, গত সাত- আট বছর ধরেই প্রশান্ত কিশোর আমার সবথেকে ভাল বন্ধু৷ আরও মনে রাখা উচিত, প্রশান্ত কিশোর জীবনে কোনও দিন কোনও কাজের জন্য টাকা নেন না৷' পিকে-র ভূয়সী প্রশংসা করে কেসিআর-এর আরও দাবি, প্রশান্ত কিশোর দেশের জন্য কতটা ভাবেন এবং করেন, তা না জেনেই অনেকে ভোট কুশলীর সমালোচনা করেন৷

advertisement

আরও পড়ুন: হরভজন থেকে রাঘব চাড্ডা, রাজ্যসভার প্রার্থী তালিকায় বিশাল চমক দিল কেজরিওয়ালের আপ

কেসিআর-এর দাবি, জাতীয় স্তরে বড় পরিবর্তন আনতেই পিকে-র সঙ্গে হাত মিলিয়েছেন তিনি৷ এ দিন হায়দ্রাবাদে সাংবাদিক বৈঠকে কেসিআর বলেন, 'জাতীয় স্তরে বড় পরিবর্তন আনতে প্রশান্ত কিশোরের সঙ্গে আমার আলোচনা চলছে৷ এ নিয়ে তো কারও আপত্তি থাকতে পারে না! কেন তাঁরা প্রশান্ত কিশোরকে বিপদ হিসেবে দেখছেন? কেনই বা কান্নাকাটি করছেন?'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি-র বিপুল সাফল্যের পিছনে বড় অবদান ছিল প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাক-এর৷ তার পর থেকে বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলের হয়েও কাজ করে সাফল্য পেয়েছেন প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা৷ ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির, ওই বছরই বিহারে মহাজোটের সাফল্য, ২০১৭ সালে পঞ্জাবে কংগ্রেসকে ক্ষমতায় আনা, তামিলনাড়ুতে ডিএমকে-র জয়ের পাশাপাশি ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পিছনে অবদান রয়েছে প্রশান্ত কিশোরের৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor New Challenge: নতুন চ্যালেঞ্জ নিলেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে রুখতে এবার এই রাজ্যে পরীক্ষা ভোট গুরুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল