পরের মাসেই বিহার বিধানসভা নির্বাচন৷ সেখানে কি জোট বাঁধতে চলেছে রামবিলাস পাসোয়ানের সুপুত্র চিরাগ পাসোয়ানের (LJP) সঙ্গে? চিরাগের দলের সূত্র একেবারেই কিন্তু উড়িয়ে দেয়নি সেই সম্ভাবনা৷ জানিয়েছে, ‘রাজনীতিতে সবসময়ই খোলা থাকে দরজা৷’
advertisement
এই জোট নিয়ে জল্পনা শুরু হয়েছে বিজেপি এবং এলজেপি-র মধ্যে৷ লোকসভা নির্বাচনে ৫টি আসনের মধ্যে ৫টিতেই জয়ী হয়েছিল LJP৷ সেই ফলাফলকে বিজ্ঞাপনে দাঁড় করিয়ে ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনের ৪০টিতে প্রার্থী দিতে চাইছেন চিরাগ পাসোয়ান৷ কিন্তু, বিজেপি বলছে, ২৫টার বেশি আসন কোনওভাবেই ছাড়া যাবে না এলজেপি-কে৷ LJP-র দাবি একেবারে নাকচ না করলেও LJP যে এই অফার কিছুতেই এক্সপেক্ট করবে না, তা স্পষ্ট করে দিয়েছে ইতিমধ্যেই৷
কার্যত হুমকির সুরেই বিজেপি-কে পাসোয়ান বার্তা দিয়েছেন, ‘‘আমি আসলে তরকারির মধ্যে নুনের মতো৷ প্রত্যেক আসনে প্রায় ২০ থেকে ২৫ হাজার ভোট আমি প্রাভাবিত করতে পারি৷ যে কোনও সময় আমি যে (জোট থেকে) বেরিয়ে যেতে পারি৷’’
আরও পড়ুন: কাশির সিরাপ খেয়ে ২০ শিশুর মৃত্যু! তামিলনাড়ুতে ঢুকে আসল কালপ্রিট ধরল মধ্যপ্রদেশ পুলিশ
যদিও বিজেপি পাসোয়ানের এই ‘হুমকি’কে প্রকাশ্যে খুব একটা গুরুত্ব দেয়নি৷ বিজেপি সূত্র দাবি করেছে, চিরাগ পাসোয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অত্যন্ত পছন্দ করেছন, তিনি সেই সম্পর্ক ভাঙবেন না৷
অন্যদিকে, প্রশান্ত কিশোরও মুখ খুলেছেন পাসোয়ানের সঙ্গে জোট জল্পনা নিয়ে৷ প্রশান্ত কিশোর স্পষ্ট জানিয়েছেন, ‘‘আসন নিয়ে কোনও সমঝোতা বা লড়াই নয়৷ আসলে এটা একটা প্রতিযোগিতা৷ প্রতিযোগিতা চলছে বিহারকে লুট করার৷ প্রত্যেকটা দল আরও বেশি বেশি আসন চাইছে, যাতে তারা ভবিষ্যতে বিহারকে আরও বেশি লুট করতে পারে৷ আমাদের কোনও জোটসঙ্গী নেই৷ আমাদের জোট সাধারণ মানুষের সঙ্গে৷’’