প্রসঙ্গত, তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকও রয়েছে আগামী সোমবার। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ওই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ওয়ার্কিং কমিটির ২১ জন সদস্যই হাজির থাকতে বলা হয়েছে। সেই বৈঠকেও প্রশান্ত কিশোর থাকতে পারেন বলে জল্পনা চলছে।
তৃণমূল সূত্রে খবর, জাতীয় রাজনীতিতে দলের অভিমুখ ঠিক করতেই ওই বৈঠক। সেখান থেকেই দলের রূপরেখা এঁকে দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদরা কী ভূমিকা নেবেন, সেই বিষয়টিও ঠিক করে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: কলকাতায় পুরভোট কবে? জল্পনা শেষে বিজ্ঞপ্তি জারি করে জানাল নির্বাচন কমিশন!
তবে, তার আগে শুক্রবার কলকাতা পুরভোটের প্রার্থীতালিকা ঘোষণা করতে পারে তৃণমূল। সেই প্রার্থী তালিকাতেও থাকবে প্রশান্ত কিশোর ছায়া। সূত্রের খবর, এবারের প্রার্থী তালিকায় স্বচ্ছ ভাবমূর্তির নেতাদেরই জায়গা দেওয়া হতে পারে। তাই বাদ পড়তে পারেন অনেকে। আবার নতুন সংযোজনও হতে পারে বেশ কিছু নাম।
আরও পড়ুন: এক ট্যুইটেই 'সব' বুঝিয়ে দিলেন সুব্রহ্মণ্যম স্বামী! মমতা-সাক্ষাতের পরই বিরাট পদক্ষেপ
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক দিল্লি সফরে রিয়ানা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তনওয়ার, প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি আজাদ, প্রাক্তন জেডি (ইউ) সাংসদ পবন বর্মা তৃণমূলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার মেঘালয়ের ১১ জন কংগ্রেস বিধায়ককে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মুকুল সাংমা। সেই যোগদানের নেপথ্যেও অনেকেই বলছেন প্রশান্ত কিশোরের নাম।