বুধবার সমস্তিপুরায় নিজের দলের সভায় প্রশান্ত কিশোর ভাষণ দেওয়ার সময় অভিযোগের সুরেই বলেন, বিহারের নবনির্বাচচিত আরজেডি-জেডিইউ-কংগ্রেস সরকার আসলে মানুষের সমর্থন পায়নি। কটাক্ষের সুরে প্রশান্তের মন্তব্য, ‘‘নীতীশ কুমার ফেভিকল ব্যবহার করে নিজের মুখ্যমন্ত্রী পদের সঙ্গে নিজেকে জুড়ে রেখেছেন। আর অন্য দলগুলো সেই চেয়ারের চারদিকে ঘুরে মরছে।’’
আরও পড়ুন: বোলপুর পৌঁছেই তৎপর CBI, অনুব্রতর CA-কে জিজ্ঞাসাবাদ, তলব ২ ব্যাঙ্ক আধিকারিককে
advertisement
আরও পড়ুন: আজই অনুব্রতর মেয়ে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জেরা! বোলপুরে যাচ্ছে সিবিআই
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সম্প্রতি বিহারের সরকারি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেই বলেন, ‘‘আমাদের সরকারের লক্ষ্য আগামী দু-এক বছরে রাজ্যের ২০ লক্ষ মানুষের কর্মসংস্থান। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় মানুষ চাকরি পাবেন। আমাদের সঙ্গে নবীন প্রজন্মের মানুষেরা রয়েছেন, যেমন তেজস্বী যাদব। তিনিও হাতে হাত ধরে কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করবেন। আমাদের লক্ষ্য বিহারকে উন্নত রাজ্যে পরিণত করা।’’
এরই উত্তরে প্রশান্ত কিশোর বলেন, ‘‘আমি আমার পৃথক রাজনৈতিক প্রচার মঞ্চ জন সুরজ অভিযানের প্রচার বন্ধ করে দেব, আর সমর্থন দেব নীতীশ কুমারের সরকারকে যদি আগামী দু-এক বছরের মধ্যে এ রাজ্যের পাঁচ বা ১০ লক্ষ মানুষের চাকরি হয়।’’
