TRENDING:

Prashant Kishor: কোথায় গেলেন প্রশান্ত কিশোর? বিহারের প্রত্যন্ত গ্রামে তাঁবুতে দিন কাটছে ভোট গুরুর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছাপড়া: কোচিং না করিয়ে কি এবার নিজেই মাঠে নেমে পড়বেন? ২০২৪-এ কি নতুন কোনও ভূমিকায় দেখা যাবে দেশের সবথেকে চর্চিত ভোট কুশলীকে? এখনই এই প্রশ্নের উত্তর না দিয়ে বরং ধোঁয়াশাই রাখছেন পিকে৷ আপাতত গত প্রায় ছ' মাস ধরে বিহারের গ্রামে গ্রামে ঘুরে পদযাত্রা সারছেন তিনি৷ প্রশান্ত কিশোরের পরবর্তী ভূমিকা কী হবে, এই পদযাত্রা এই সেই জল্পনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷
নতুন অবতারে প্রশান্ত কিশোর।
নতুন অবতারে প্রশান্ত কিশোর।
advertisement

সেই প্রশ্নের উত্তর জানতেই বিহারের ছাপড়ায় পৌঁছেছিল নিউজ ১৮৷ জন সুরজ যাত্রায় আপাতত এখান আমনৌর গ্রামেই ঘাঁটি গেড়েছেন ভোটগুরু৷ মাঠের মধ্যে তাঁবুতেই দিন কাটছে তাঁর৷

পিকে-র সাজগোছই তাঁর পরিবর্তনের সাক্ষী বহন করছে৷ কর্পোরেট লুক ছেড়ে আপাতত সাদা কুর্তা-পাজামা বেছে নিয়েছেন৷ দৃশ্যতই মাটির কাছাকাছি থেকে আম জনতার আস্থা অর্জন করতে চাইছেন সাম্প্রতিক কালে দেশের সবথেকে সফল ভোট কুশলী৷

advertisement

আরও পড়ুন: ভোটের মুখে বামে হাওয়া? বাম ছাত্র সংগঠনের সদস্য সংখ্যা আট লক্ষ পেরিয়ে গেল

একান্ত আলাপচারিতায় প্রশান্ত কিশোরের মুখে বিকল্প রাজনৈতিক ব্যবস্থার কথা উঠে এল৷ বিরোধীদের ভূমিকাতেও যে তিনি খুশি নন, তাও স্পষ্ট করে দিলেন পিকে৷ তাঁর মতে, ভারতে বিরোধী শক্তি দুর্বল নয়৷ কিন্তু বিরোধী দলগুলিই নিজেদের লড়াই়কে দুর্বল করে দিচ্ছে৷ স্পষ্টতই বিরোধী অনৈক্যের দিকেই ইঙ্গিত করলেন প্রশান্ত কিশোর৷ একই সঙ্গে দাবি করলেন, কংগ্রেস যদি ভেবে থাকে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ তাঁদের ভোট পেতে সাহায্য করবে, তাহলে ভুল করবে৷ বরং ২০২৪-এর লড়াইয়ে প্রধানমন্ত্রী পদে এখনও নরেন্দ্র মোদিকেই এগিয়ে রাখছেন প্রশান্ত কিশোর৷

advertisement

কয়েকদিন আগে ভারত জোড়ো যাত্রা করেছেন রাহুল গান্ধি৷ প্রশান্ত কিশোর অবশ্য দাবি করছেন, তাঁর এই পদযাত্রাই প্রকৃত অর্থে বিশুদ্ধ পদযাত্রা৷ মানুষের মনের তল পেতে, তাঁদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে গ্রামেই দিনের পর দিন পড়ে থাকছেন৷ পিকে-র দাবি, গত ২ অক্টোবর থেকে ছাপড়া জেলার আমনৌর গ্রামের এই তাঁবুতেই দিন কাটছে তাঁর৷ বাড়িতেও ফেরেননি৷ হেঁটে প্রায় ২ হাজার গ্রামে গিয়েছেন৷ প্রশান্তের কথায়, 'এটাই বিশুদ্ধ এবং সৎ পদযাত্রা৷ আমরা কয়েক দিন হেঁটে ছুটি নিয়ে বাড়িতে যাই না৷ কোনও বিরতি নিইনি৷ বিভিন্ন গ্রামে গিয়ে থেকে মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করছি৷'

advertisement

আরও পড়ুন: ২৪-এর আগে জাতীয় স্তরে মহাজোটের তোড়জোড়, জাতীয় রাজনীতিতে বাড়তে চলেছে বিরোধী ঐক্য

পিকে জানাচ্ছেন, তৃণমূল স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করাই তাঁর এই পদযাত্রার একমাত্র লক্ষ্য৷ আরও বড় লক্ষ্য, একটি বিকল্প রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রশান্ত দাবি করছেন, গত দশ বছরে রাজনীতির অলিন্দে থেকে তাঁর যা অভিজ্ঞতা, সেগুলোকেই একত্রিত করতে চান তিনি৷ সফল হলে তা দেশে একটি নতুন মডেল তৈরি করবে৷ ভোটগুরুর কথায়, '২০১১ সালে আমি যখন রাজনীতিতে স্ট্র্যাটেজির কথা বলতাম, কেউ বিশ্বাস করত না৷ কিন্তু সেই ভাবনা সফল হয়েছে৷ গত দশ বছরে মানুষ বুঝেছে যে রাজনীতিতে পেশাদাবি সাহায্যের প্রয়োজন আছে৷ ফলে এই নতুন ভাবনাকেও সফল হতে সময় দেওয়া উচিত৷ বিহারের মানুষকেও আমি বলেছি, তাঁরা জানে একটি রাজনৈতিক দল তাঁদের সঙ্গে প্রতারণা করছে৷ তবু তাঁরা সেই দলের পতাকা নিয়েই ঘুরছে৷ মানুষ নিজের সমস্যা জেবনেও সেই সমস্যার পক্ষেই ভোট দিচ্ছে৷ গোটা ভারতের ক্ষেত্রেই একথা প্রযোজ্য৷ আমি মানুষকে বলছি, যদি মনে হয় শিক্ষার প্রসারে ভোট দেওয়া উচিত, তাই করুন৷ পুলওয়ামা কাণ্ড দেখে ভোট দেবেন না৷ পুলওয়ামা, জাত পাতের রাজনীতি, ধর্ম নির্ভর রাজনীতিকে সাহায্য করলে আপনি তার ফলও সেরকমই পাবেন৷ আমি কোনও নেতাকে দোষারোপ করছি না৷ শুধু মানুষের সামনে বিকল্পগুলো রাখছি৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor: কোথায় গেলেন প্রশান্ত কিশোর? বিহারের প্রত্যন্ত গ্রামে তাঁবুতে দিন কাটছে ভোট গুরুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল