TRENDING:

গডসেকে 'দেশভক্ত' বলে ক্ষমা চাইলেন সাধ্বী, তবে শর্তসাপেক্ষে

Last Updated:

এ রাজার বক্তব্য শেষ হতে না হতেই মাঝপথে তাঁকে থামিয়ে সাধ্বী প্রজ্ঞা চিৎকার করে বলে ওঠেন, 'আপনি একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভাঙলেন, তবু মচকালেন! মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত বলে তুমুল নিন্দার মুখে সংসদে 'শর্তসাপেক্ষ' ক্ষমা চাইলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা৷ বললেন, 'আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে৷ যে ভাবে বিকৃত করা হয়েছে, তা নিন্দার৷ আমার বক্তব্যের অন্য মানে ছিল৷' একই সঙ্গে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির 'জঙ্গি' মন্তব্য নিয়েও৷ বিজেপি-র ভোপালের সাংসদের কথায়, 'আমাকে জঙ্গি বলা ঠিক হয়নি৷ আমার বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের কোনও প্রমাণ নেই৷'
advertisement

সাধ্বী প্রজ্ঞা এ দিন ক্ষমা চাইতেই কংগ্রেস দাবি করতে শুরু করে, তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে৷ বুধবার সংসদে দাঁড়িয়ে মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলে আখ্যা দেন ভোপালের বিজেপি সাংসদ৷ সংসদে এসপিজি সংশোধনী বিল নিয়ে আলোচনা চলাকালীন ডিএমকে সাংসদ এ রাজা নাথুরাম গডসের একটি উদ্ধৃতি উল্লেখ করে বলেন, 'নাথুরাম গডসে নিজেই স্বীকার করেছেন, গান্ধীকে মারার আগে ৩২ বছর ধরে তাঁর প্রতি বিদ্বেষ পুষে রেখেছিল।' এ রাজার বক্তব্য শেষ হতে না হতেই মাঝপথে তাঁকে থামিয়ে সাধ্বী প্রজ্ঞা চিৎকার করে বলে ওঠেন, 'আপনি একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না৷'

advertisement

advertisement

ঘটনার পরেই রাহুল গান্ধি ট্যুইট করেন, 'জঙ্গি প্রজ্ঞা জঙ্গি গডসেকে দেশভক্ত বানিয়ে দিয়েছে৷ সংসদয়ী গণতন্ত্রে বড়ই দুঃখের দিন৷' প্রসঙ্গত, ২০০৮ সালে মালগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা৷ এ দিন সাধ্বী সংসদে বলেন, 'আমার বক্তব্যে যদি কারও মনে আঘাত লেগে থাকে, আমি ক্ষমাপ্রার্থী৷ কিন্তু যে ভাবে আমার বক্তব্যকে বিকৃত করা হল, তা নিন্দাযোগ্য৷ আমাকে জঙ্গি বলা হয়েছে৷ কিন্তু আমার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই৷' সাধ্বী যখন এই কথা বলছেন, তখন সংসদে চিত্‍কারে ফেটে পড়ছেন বিরোধীরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সাধ্বীর পাশে দাঁড়িয়ে বিজেপি সাংসদ নিশীকান্ত দুবে বলেন, 'সাধ্বীকে জঙ্গি বলা, মহাত্মা গান্ধিকে হত্যার চেয়েও খারাপ৷'

বাংলা খবর/ খবর/দেশ/
গডসেকে 'দেশভক্ত' বলে ক্ষমা চাইলেন সাধ্বী, তবে শর্তসাপেক্ষে