যদিও পুরোপুরি ভার্চুয়াল শুনানিতে মান্যতা দেননি প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির বক্তব্য, যেকোনও সময়েই আইনজীবীদের ভার্চুয়াল হিয়ারিং এ মামলা লড়াতে সুবিধা রয়েছে। আইনজীবীরা সশরীরে হাজিরা দিতে না পারলে কোন মামলা স্থগিত করা হবে না। তখন, তাঁরা ভার্চুয়াল হিয়ারিং করতে পারবেন।
advertisement
পরিবেশ মন্ত্রী গোপাল রাই মঙ্গলবার বলেছেন, ‘এই অঞ্চলে বায়ুর মান খারাপ হওয়ার কারণে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেড়েছে।’ তাই, রাজধানীর বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য কৃত্রিম বৃষ্টি ব্যবহার করতে আগ্রহী তাঁরা। তবে এখনও কখনেও সিদ্বান্ত হয়নি। এই বিষয়ে কেন্দ্রকে চিঠি দিল্লি সরকারের।
অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ হওয়া উচিত, জানিয়ে সব রাজ্যকে চিঠি কেন্দ্রের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সব রাজ্যের মুখ্যসচিবকে দেওয়া হয়েছে এই চিঠি। বায়ূদূষণ নিয়ন্ত্রণে কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, সেটা উল্লেখ করা হয়েছে চিঠিতে। একই সঙ্গে, শিশু, গর্ভবতী মহিলা, প্রবীণ নাগরিক এবং শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায়ভোগা মানুষের চিকিৎসায় পরিকাঠামো উন্নতির কথাও বলা হয়েছে সেই চিঠিতে।
আরও পড়ুনঃ একের পর এক হিট! বিয়ের পরেই সব ‘শেষ’…! ২ সন্তানের মা এই নায়িকা আলিয়া, দীপিকার থেকেও ধনী
এছাড়াও জরুরি পরিস্থিতিতে স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি পরিষেবায় যুক্ত নয় এমন ব্যবসায়িক কাজকর্ম বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকার। কিছু স্কুল অনলাইন ক্লাস করাচ্ছে। এর পাশাপাশি দিল্লির পরিচিত ট্র্যাফিক নিয়ম, জোড়-বিজোড় রেজিস্ট্রেশন সংখ্যার যানবাহন চালানোর ব্যবস্থাও লাগু হতে পারে।