TRENDING:

Nehru Museum Renamed: নেহরু মিউজিয়ামের নাম বদলে দিল কেন্দ্র! তুমুল বিতর্ক, বাকযুদ্ধে খাড়্গে-নাড্ডা

Last Updated:

খাড়্গের এই ট্যুইটের উত্তর দিতে দেরি করেননি নাড্ডাও৷ তিনি পাল্টা ট্যুইটে লেখেন, ‘রাজনৈতিক বদহজমের আদর্শ উদাহরণ- দেশ গড়ার কাজে যে একটি পরিবার ছাড়াও অন্য নেতার ভূমিকা রয়েছে, এই সাধারণ বিষয়টা স্বীকার করতে না পারা৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: একের পর এক বদল৷ এবার নয়াদিল্লির নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটির নাম বদলে দেওয়া হল৷ নাম বদলে করা হল প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি৷ যা নিয়ে নতুন করে তরজা শুরু হয়েছে দেশের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেসের মধ্যে৷ এবার যুযুধান দুই শিবিরের দুই প্রধান সাংগঠনিক নেতা৷ জগৎ প্রকাশ নাড্ডা এবং মল্লিকার্জুন খাড়্গে৷
advertisement

বছর খানেক আগেই এই তিন মূর্তি ভবনে উদ্বোধন করা হয়েছিল প্রধানমন্ত্রী সংগ্রালয়ের৷ যে ভবন একসময় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রথম সরকারি ভবন ছিল৷ এবার সেই ভবনে থাকা মিউজিয়ামের নামও বদলে দেওয়া হল৷

আরও পড়ুন: পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে জল গড়াচ্ছে সুপ্রিম কোর্টে! মামলা করছে কমিশন

এই খবর প্রকাশ্যে আসার পরেই রীতিমতো খড়্গহস্ত হয়ে ওঠেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে৷ ট্যুইটে লেখেন, ‘যাঁদের নিজস্ব কোনও ইতিহাস নেই, তাঁরা অন্যের ইতিহাস মুছে ফেলতে শুরু করেছে৷’

advertisement

খাড়্গের এই ট্যুইটের উত্তর দিতে দেরি করেননি নাড্ডাও৷ তিনি পাল্টা ট্যুইটে লেখেন, ‘রাজনৈতিক বদহজমের আদর্শ উদাহরণ- দেশ গড়ার কাজে যে একটি পরিবার ছাড়াও অন্য নেতার ভূমিকা রয়েছে, এই সাধারণ বিষয়টা স্বীকার করতে না পারা৷’

advertisement

advertisement

আরও পড়ুন: একপাশে মমতা, অন্য দিকে তাঁরই মায়ের কোলে ছোট্ট অভিষেক…দেখুন মুখ্যমন্ত্রীর ফ্যামিলি অ্যালবামের সেই ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এর আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা মণীশ তিওয়ারিও অভিযোগ তুলেছিলেন, জওহরলাল নেহরুর অবদান মুছে ফেলার চেষ্টা চলছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Nehru Museum Renamed: নেহরু মিউজিয়ামের নাম বদলে দিল কেন্দ্র! তুমুল বিতর্ক, বাকযুদ্ধে খাড়্গে-নাড্ডা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল