TRENDING:

মোদির 'Mission Shakti' ভাষণ নির্বাচনী বিধি লঙ্ঘন করেনি: নির্বাচন কমিশন

Last Updated:

ভোট ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী এই ধরনের ঘোষণা ভোট প্রচারের সামিল বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিরোধীদলগুলি৷ শুক্রবার রাতে কমিশন জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর ওই ঘোষণা নির্বাচনী বিধি লঙ্ঘন করেনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মিশন শক্তি' ঘোষণা নির্বাচনী বিধি লঙ্ঘন করেনি বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ ভারতের অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল দিয়ে লো অরবিট স্যাটেলাইট সফল ভাবে ধ্বংসের খবরটি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জানান প্রধানমন্ত্রী৷ ভোট ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী এই ধরনের ঘোষণা ভোট প্রচারের সামিল বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিরোধীদলগুলি৷ শুক্রবার রাতে কমিশন জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর ওই ঘোষণা নির্বাচনী বিধি লঙ্ঘন করেনি৷
advertisement

আরও পড়ুন: বার বার কান মুলছেন মোদি, হাত সরালো বিরক্ত খুদে, ভিডিও ভাইরাল

কমিশন জানিয়েছে, তাদের বিশেষ কমিটি অভিযোগটি খতিয়ে দেখেই সিদ্ধান্ত জানিয়েছে৷ শাসকদল ভোট প্রচারে সরকারি ভাবে মিডিয়াকে ব্যবহার করছে বলে যে অভিযোগ উঠেছিল, তা ঠিক নয়৷ সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কমিশনের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন৷

advertisement

সে দিন প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণটি দূরদর্শন বা অল ইন্ডিয়া রেডিয়ো-তে সম্প্রচারিত হয়নি৷ দূরদর্শন জানিয়েছে, তারা সংবাদ সংস্থা ANI থেকে ফিড নিয়ে সম্প্রচার করেছে৷ অল ইন্ডিয়া রেডিয়ো জানিয়েচে, তারা দূরদর্শন থেকে অডিও নিয়েছে৷

গত বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, মহাকাশ লো অরবিট স্যাটেলাইট ধ্বংস করার এই প্রক্রিয়া ভারতের ইতিহাসে এই প্রথম৷ মাত্র ৩ মিনিটে লো অরবিট স্যাটেলাইটটিকে ধ্বংস করে ভারতের এ স্যাট মিসাইল৷ এই মিশনের সাফল্যের পর ভারত এখন মহাকাশে মহাশক্তিশালী দেশ৷ এই সফল মিশনের জন্য DRDO-কে ধন্যবাদ জানান তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
মোদির 'Mission Shakti' ভাষণ নির্বাচনী বিধি লঙ্ঘন করেনি: নির্বাচন কমিশন