শিক্ষা প্রকল্প চালু করার অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানান, গত দুই দশকে গুজরাতে শিক্ষার ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে তা নজিরবিহীন। ২০ বছর আগে ১০০ জনের মধ্যে ২০ জন শিশু স্কুলে যেত না। যারা স্কুলে যেত, তাদের একটা বড় সংখ্যক পড়ুয়া অষ্টম শ্রেণিতে পৌঁছনোর আগেই পড়া শেষ করে ফেলত৷ মহিলাদের অবস্থা ছিল আরও খারাপ৷
advertisement
আরও পড়ুন: 'ব্যথিত হই', দলের নেতাদের দুর্নীতি নিয়ে আক্ষেপ সৌগত রায়ের! ভাইরাল হল ভিডিও
প্রধানমন্ত্রী আরও বলেন, "এমন গ্রাম ছিল যেখানে মেয়েদের স্কুলে পাঠানো হত না৷ উপজাতীয় এলাকায়, যে কয়েকটি শিক্ষাকেন্দ্র উপলব্ধ ছিল সেখানে বিজ্ঞান শেখানোর কোনও সুবিধা ছিল না। তারপরেই এই স্মার্টক্লাসের সিদ্ধান্ত৷"
“সম্প্রতি আমরা মোবাইল ও ইন্টারনেট পরিষেবার পঞ্চম প্রজন্মের (5G) যুগে প্রবেশ করেছি। আমরা এখন পর্যন্ত 4G পর্যন্ত ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেছি। এখন, 5G একটি বড় পরিবর্তন আনতে চলেছে,” শিক্ষার্থীরা সহজেই ভার্চুয়াল রিয়েলিটি এবং ইন্টারনেট অফ থিংস স্কুলে শিখতে পারবে।“ আশ্বাস মোদির৷