ম্যাজিক ফিগার পার করে গিয়েছে হাত শিবির। কর্ণাটকে হারের মুখ দেখার পর থেকে কার্যত থমথমে বিজেপি শিবির। আর এরই মধ্যে গোটা দেশ সব থেকে বেশি অপেক্ষা করছিল একজনের বার্তার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী বলেন, সেটাই শোনার অপেক্ষায় ছিল গোটা দেশ।
আরও পড়ুন- কর্ণাটকের ভোটে বিজেপির সঙ্গে হেরেছে তাদের বন্ধুরাও! কাকে ইঙ্গিত করলেন রাহুল
advertisement
অবশেষে কংগ্রেসের উদ্দেশে টুইট করলেন নরেন্দ্র মোদি। কর্ণাটকের এই হার যেন তিনি ও তাঁর দল মাথা পেতে নিয়েছেন! জনগণের রায়কে যেন স্বাগত জানাল বিজেপি শিবির।
কংগ্রেসের উদ্দেশে প্রধানমন্ত্রী লিখলেন, ‘কর্ণাটক বিধানসভা নির্বাচনে এই জয়ের জন্য কংগ্রেসকে অনেক অভিনন্দন। কর্ণাটকের জনগণের আশা-আকাঙ্খা পূরণ করবে কংগ্রেস, আমার শুভকামনা রইল।’
একেবারে সৌজন্যে ভরা টুইট। তবুও যেন এই টুইটে অনেকেই অসহায় আত্মসমর্পণ দেখলেন। কংগ্রেস সমর্থকরা ইতিমধ্যে আনন্দে মেতেছেন। তাঁদেরদাবি, ভবিষ্যতে গোটা দেশকে পথ দেখাবে কর্ণাটক। এখান থেকেই বিজেপি উচ্ছেদের কাজ শুরু হল।
আরও পড়ুন- কর্ণাটকের বিপুল সাফল্যের মধ্যে বড় ঘোষণা রাহুলের! দিলেন বিরাট প্রতিশ্রুতি
অন্যদিকে এই জয়ের পর প্রিয়াঙ্কা গান্ধি বলেছেন, ‘কর্ণাটকের জনগণকে অনেক অভিনন্দন। আসলে জনগণ এমন রাজনীতি চায় যাতে তাঁদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান হয়। এমন রাজনীতি তাঁরা চান যাতে আসল সমস্যাগুলি নিয়ে আলোচনা হয়। কর্ণাটক এবং হিমাচল প্রদেশের লোকেরা প্রমাণ করেছেন, নজর ঘোরানোর রাজনীতি এদেশে আর চলবে না। সবাইকে এই জয়ের জন্য অনেক অভিনন্দন।’
