আরও পড়ুন- চমকপ্রদ! ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সেনাদের কঙ্কাল উদ্ধার ২০২২-এ এই রাজ্যে!
“একদিন একজন খুব বড় নেতা আমার সঙ্গে দেখা করলেন। তিনি নিয়মিত রাজনৈতিকভাবে আমাদের বিরোধিতা করেন, কিন্তু আমি তাঁকে সম্মান করি,” মোদি বলেন। “তিনি কিছু বিষয়ে খুশি ছিলেন না, তাই তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বললেন, মোদিজি, দেশ আপনাকে দু’বার প্রধানমন্ত্রী করেছে, এখন আর কী চাই? তিনি মনে করেন যে কেউ যদি দু’বার প্রধানমন্ত্রী হন তবেই তাঁর সবকিছু অর্জন করা হয়ে গিয়েছে,” বলেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
“তিনি জানেন না যে মোদি অন্য ধাতু দিয়ে গড়া। গুজরাতের মাটি তাঁকে তৈরি করেছে। সেজন্য আমি সব কিছু এত সহজে হালকা ভাবে নিই না, যে যা হয়েছে তা হয়েছে এবং এখন আমার বিশ্রাম করা উচিত। না! আমার স্বপ্ন হল সম্পৃক্ততা, ১০০ শতাংশ কল্যাণমূলক প্রকল্প,” বলেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন- ফের রহস্যময় রোগ ভারতে! টমেটো ফ্লুতে আক্রান্ত ৮০ জন শিশু! কী এর উপসর্গ?
যদিও নরেন্দ্র মোদি তাঁর এই বক্তৃতার সময় কারও নাম উল্লেখ করেননি কিন্তু ঘটনাচক্রে এনসিপি প্রধান শরদ পাওয়ার দিল্লিতে মোদির সঙ্গে দেখা করার এক মাস পরেই এমন মন্তব্য করলেন নরেন্দ্র মোদি। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পরিবারের সদস্যদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলির পদক্ষেপের বিষয়টি নিয়ে কথা বলেছিলেন মোদি ও পাওয়ার।