TRENDING:

Narendra Modi: ৫১ হাজারেরও বেশি চাকরি প্রার্থীকে নিয়োগপত্র দিলেন নরেন্দ্র মোদি, লোকসভা ভোটের আগে বিরাট চমক!

Last Updated:

Narendra Modi: গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় রোজগার মেলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি। তিনি বিভিন্ন সরকারি বিভাগ ও সংস্থায় নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৫১,০০০-এর বেশি নিয়োগপত্র বিতরণ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় রোজগার মেলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি। তিনি বিভিন্ন সরকারি বিভাগ ও সংস্থায় নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৫১,০০০-এর বেশি নিয়োগপত্র বিতরণ করেন। সমগ্র দেশ থেকে নির্বাচিত নতুন নিয়োগ প্রাপ্তরা ভারত সরকারের অধীনে বিভিন্ন মন্ত্রকে বিভিন্ন পজিশন/পোস্টে যোগদান করবেন। নতুন নিয়োগ প্রাপ্তরা কর্মযোগী প্রারম্ভ-এর মাধ্যমে নিজেদের প্রশিক্ষিত করার সুযোগ লাভ করবেন, যা iGOT কর্মযোগী পোর্টালের এক টিঅনলাইন মডিউল, যেখানে ‘এনিহোয়্যার এনি ডিভাইস’ লার্নিং ফর্ম্যাটের জন্য ৭৫০-এর অধিক ই-লার্নিং কোর্স উপলব্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণে রসময় রোজগার মেলার সাথে দেশের ৩৭টি স্থান সংযুক্ত হয়েছিল।
লোকসভা ভোটের আগে টার্গেট কর্মসংস্থান
লোকসভা ভোটের আগে টার্গেট কর্মসংস্থান
advertisement

জন সমাবেশে ভাষণ প্রদানের সময় প্রধানমন্ত্রী বলেন যে, এই রোজগার মেলা নতুন নিয়োগপ্রাপ্তদের পরিবারের জন্য একটি প্রাক-দীপাবলি পুরস্কার। উন্নত ভারতের সংকল্প অর্জনের উদ্দেশ্যে যুব সমাজের প্রতিভা ও শক্তির জন্য উপযুক্ত সুযোগ প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বিশেষভাবে বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়ার পুনর্গঠন সম্পর্কে উল্লেখ করেন।

advertisement

আরও পড়ুন- বিছানায় ‘এটা’ই বেশি ব্যবহার করেন রণবীর! বিচ্ছেদের পরও ‘এক বাক্স’ উপহার দিতে চেয়েছিলেন দীপিকা, কী জানেন?

আরও পড়ুন- অষ্টমীর রাতেই সব শেষ! প্রিয়জনকে হারালেন সুদীপা, শোকে পাথর ‘রান্নাঘর’-খ্যাত অভিনেত্রী

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বারা উত্তর পূর্বাঞ্চলের রোজগার মেলা গুয়াহাটি, শিলিগুড়ি ও ডিমাপুরে অনুষ্ঠিত হয়। গুয়াহাটির মালিগাঁওয়ে গুয়াহাটির সাংসদ শ্রীমতি কুইন ওজা ও বরিষ্ঠ রেলওয়ে আধিকারিকদের উপস্থিতিতে নব নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ এবং আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল।পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং শ্রম ও নিয়োগ মন্ত্রকের মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি ডিমাপুরে প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলেদেন। ভারত সরকারের স্বরাষ্ট্র, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের মাননীয় রাজ্যপ্রতিমন্ত্রী শ্রী নিশিথ প্রামাণিক শিলিগুড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করেন। বিভিন্ন বিভাগে ৫১,০০০-এর অধিক নিয়োগপত্রের মধ্যে রেলওয়ে থেকেই ১৪,০০০-এর অধিক। গুয়াহাটিতে ১০১টি, ডিমাপুরে ১১০টি এবং শিলিগুড়িতে ৬৮টি নিয়োগপত্র নতুন নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গুয়াহাটিতে ভাষণের সময় কেন্দ্রীয় মন্ত্রী নতুন নিয়োগপ্রাপ্ত তরুণ-তরুণীদের অভিনন্দন জানিয়ে আত্মনির্ভর ভারত তৈরি করার জন্য তাঁদের নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে, যুব সমাজের মধ্যে রোজগার মেলা একটি নতুন উদ্যম সৃষ্টি করবে।এছাড়া রোজগার মেলা আয়োজনের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েকেও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। নিয়োগ সৃষ্টির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ করার একটি পদক্ষেপ হল এই রোজগার মেলা। রোজগার মেলা আরও নিয়োগ সৃষ্টির ক্ষেত্রে একটি অনুঘটক হিসেবে কাজ করবে এবং যুব সমাজের ক্ষমতায়ন ও তাদের জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: ৫১ হাজারেরও বেশি চাকরি প্রার্থীকে নিয়োগপত্র দিলেন নরেন্দ্র মোদি, লোকসভা ভোটের আগে বিরাট চমক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল