এই খবর জানার পর দেশবাসীর কৌতূহল তুঙ্গে। কী নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী? ভারত-পাক যুদ্ধ আবহে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বলতে পারেন তিনি। আবার সন্ত্রাসের বিরুদ্ধে বড়সড় কোনও পদক্ষেপের ঘোষণাও করতে পারেন মোদি। আজ রাত ৮টার দিকে নজর সকলের।
advertisement
সোমবার সেনা জানিয়েছে, পাকিস্তান টার্গেট করলেও ভারতের গায়ে আঁচ লাগেনি এক ফোঁটাও৷ উল্টে পাকিস্তানে ঢুকে একের পর এক বিমানঘাঁটি, রেডার সিস্টেম ধ্বংস করে দিয়ে এসেছে ভারত৷ সাংবাদিক বৈঠকে সে কথা স্পষ্ট করে দিলেন সেনাপ্রধানরা৷ এখানেই শেষ নয়, বিমান হানায় ভারতের বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দেওয়ার যে দাবি করে আসছিল পাকিস্তান, তা-ও এক কথায় এদিন নস্যাৎ করে দেন ভারতের এয়ার ভাইস মার্শাল একে ভারতী৷ বরং রীতিমতো চ্যালেঞ্জের সুরে জানিয়ে দেন, ভারতের সমস্ত মিলিটারি বেস একদম ঠিকঠাক রয়েছে, ‘‘ভবিষ্যতে কাজে লাগলে তা প্রয়োজন মতো ব্যবহারও করবে ভারত৷’’
আরও পড়ুন: পাকিস্তানকে বিশ্বাস নেই! ভারতীয় সেনার সহযোগিতায় বাংলাদেশ সীমান্তে রেলের বড় উদ্যোগ, কী হবে এবার?
শুধু তাই নয়, ভারতীয় প্রযুক্তিতে দেশেই তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম ‘আকাশ’ যেভাবে ভারতের মানুষকে সুরক্ষা দিয়েছে এবং বিপদের সময় কাজে এসেছে, তা-ও এদিন উল্লেখ করেন তিনি৷ ভারতী বলেন, ‘‘আরেকটি জিনিস যা দুর্দান্ত কাজে পারফর্ম্যান্স দিয়েছে, তা হল ভারতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ৷’’ ভারতের স্থল, নৌ এবং বায়ু সেনার তৈরি মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম কী ভাবে কাজ করে, এদিন রীতিমতো ডায়াগ্রাম শেয়ার করে সেকথাও জানিয়ে দেওয়া হয় ভারতের তরফে৷
আবীর ঘোষাল