ইতিমধ্যে ঘটনার ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে এক যুবক বাঁশের ব্যারিকেড টপকে চলে যান প্রধানমন্ত্রীর কনভয়ের মধ্যে। প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছিলেন তিনি। সেই সময়ে প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত দেখাচ্ছিলেন সকলকে। রাস্তায় দু পাশে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। সেই সময়েই ওই ব্যক্তি আচমকা ফুলের মালা নিয়ে প্রধানমন্ত্রীর কাছাকাছি চলে আসেন।
advertisement
বিষয়টি সামনে আসার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সব সময় মোতায়েন থাকেন এসপিজি আধিকারিকরা। এদিন এসপিজি আধিকারিকদের সতর্কতার জন্যই ওই ব্যক্তি একেবারে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেননি। তবে বিষয়টি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে রাস্তার দু পাশে থাকা রাজ্য পুলিশের আধিকারিকদের চোখে ধুলো দিয়ে ওই ব্যক্তি কনভয়ের মাঝে প্রবেশ করে গেলেন, তা নিয়েও প্রশ্ন উঠছে।
ওই ব্যক্তিকে সম্ভবত কর্ণাটক পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর নাম কিংবা পরিচয় কিছুই জানা যায়নি। এদিন কর্ণাটকের হুব্বলীতে রোড শো চলাকালীন এই ঘটনা ঘটেছে। যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছে, "আমরা এই ঘটনাকে নিরাপত্তার ত্রুটি হিসাবে ধরছি না। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি।"
আরও পড়ুন, ইংরেজ রাজ পরিবারে লঙ্কাকাণ্ড! ভাইয়ে-ভাইয়ে মারামারি, উইলিয়ামের বিরুদ্ধে হ্যারির অভিযোগ
আরও পড়ুন, আরও ২৪ ঘণ্টা তুষারপাত, বৃষ্টির সম্ভাবনা কোথায়? হাওয়া অফিসের পূর্বাভাসে বদলের ইঙ্গিত
প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে রেলওয়ে স্পোর্টস গ্রাউন্ডে ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালের উদ্বোধন করতে কর্ণাটক সফরে রয়েছেন মোদি। চলতি বছরেই রয়েছে এই রাজ্যে বিধানসভা নির্বাচন।