TRENDING:

গুজরাত ভোটের প্রথম দিনে খাড়্গের 'রাবণ' মন্তব্য নিয়ে আক্রমণ শানালেন মোদি

Last Updated:

মোদি বলেন, "শুনলাম, শ্রদ্ধেয় খাড়্গেজি আমার সঙ্গে রাবণের তুলনা করেছে। যাঁরা কোনওদিন রামের অস্তিত্বকেই স্বীকার করেননি, তাঁরা আবার রামায়ণ থেকে রাবণকে টেনে আনছেন।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুজরাত: কংগ্রসে সভাপতি মল্লিকার্জুন খাড়্গের 'রাবণ' মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন নরেন্দ্র মোদি। এদিন গুজরাতের কালোলের জনসভায় বক্তৃতা করতে গিয়ে মোদি বলেন, "কেউ আমায় রাক্ষস বলছে, কেউ আরশোলা। কংগ্রেসে অন্দরে বোধহয় প্রতিযোগিতা চলছে, কে মোদিকে কতটা খারাপ কথা বলতে পারে।"
advertisement

ক'দিন আগে মোদির 'আওকাত' তুলে মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা মধুসূদন মিস্ত্রি। কালোলের জনসভায় সেই প্রসঙ্গ তুলে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানান মোদি। বলেন, "শুনলাম, শ্রদ্ধেয় খাড়্গেজি আমার সঙ্গে রাবণের তুলনা করেছে। যাঁরা কোনওদিন রামের অস্তিত্বকেই স্বীকার করেননি, তাঁরা আবার রামায়ণ থেকে রাবণকে টেনে আনছেন।" মোদির কথায়, এই ধরনের মন্তব্য বলার পরে অনুশোচনা হওয়া তো দূরের কথা, দুঃখপ্রকাশ পর্যন্ত করা হয় না।

advertisement

আরও পড়ুন: বেসরকারি ল’কলেজ, ফার্মাসি কলেজেও কোটির 'লেনদেন'! লাভ কুড়িয়েছেন পার্থ? আদালতে বিরাট দাবি ইডির

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগেই দিল্লিতে দিলীপ! মুখে শুধু বাংলা আর মমতা! যা বললেন...

গত মঙ্গলবার আহমেদাবাদের একটি জনসভায় বক্তৃতা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে 'রাবণ' বলে কটাক্ষ করেন প্রবীণ কংগ্রেস নেতা তথা কংগ্রেসের নব নির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনি বলেন, "মোদিজি প্রধানমন্ত্রী। কিন্তু তিনি কাজকর্ম ভুলে বিধানসভা নির্বাচন, পুরসভা নির্বাচনের প্রচারই করে চলেছেন। কতবার আপনার মুখ আমাদের দেখতে হবে? আপনার কটা রূপ? রাবণের মতো কি আপনার ১০০ টা মাথা?"

advertisement

খাড়্গের এই মন্তব্যের পরেই হাসির কল্লোল ওঠে সভাস্থলে। কংগ্রেস সভাপতির সভার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয় কংগ্রেসের তরফে। পরে সেই ভিডিও সামনে এনে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অভিযোগ তোলে বিজেপি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আজ, বৃহস্পতিবার গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ। গুজরাতের একাংশে যখন বুথের বাইরে ভোট দেওয়ার জন্য লাইন দিচ্ছেন ভোটাররা, অন্যদিকে, তখনই দ্বিতীয় দফা ভোটের জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতারা। এদিন প্রচারের ময়দানে দেখা গেল বিজেপির একাধিক হেভিওয়েট নেতাকে। কালোলে এবং হিম্মতনগরে মোদির জনসভা, আহমেদবাদে রোড-শো। আহমেদাবাদে রোড শো করেন অমিত শাহও। রোড শো করেন গুজরাতের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গুজরাত ভোটের প্রথম দিনে খাড়্গের 'রাবণ' মন্তব্য নিয়ে আক্রমণ শানালেন মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল