সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্মরণ করেন সেই দিনটির কথাও যেদিন আচমকা বিপদগ্রস্থ হয়ে পড়েছিল রাহুল গান্ধির এয়ারক্র্যাফটটি। মোদি বলেন, সেদিন প্রতিপক্ষতা ভুলে রাজনীতির ঊর্ধ্বে ওঠার বার্তা পাঠিয়েছিলেন তিনি। বিষয়টি জানা মাত্র রাহুল গান্ধিকে অবিলম্বে ফোন করেছিলেন। কারণ তিনি জেনেছিলেন রাহুল গান্ধির বিমানটি কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল।”
নিউজ 18 গ্রুপের এক্সিকিউটিভ এডিটর রাহুল জোশীর সঙ্গে একান্ত আলাপচারিতায় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল কংগ্রেস কাউন্সিলরের মেয়ে নেহা হিরেমাথের বাড়িতে ছুটে যাওয়ার বিজেপি সভাপতি জেপি নাড্ডার সিদ্ধান্তের মতো ইস্যুতে কর্ণাটকের নির্বাচনের ফোকাস সরে যাচ্ছে কিনা।
advertisement
আরও পড়ুন: ‘আমি মনে করি কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লীগের স্ট্যাম্প রয়েছে’ : প্রধানমন্ত্রী মোদি
উত্তরে প্রধানমন্ত্রী জেপি নাড্ডার পদক্ষেপে সমর্থন জানিয়ে বলেন, “নাড্ডা জি কর্ণাটকের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। যেই ঘটনা ঘটেছে, সেই সময় কে কোন দলের তা নিয়ে ভাবার অবকাশ ছিল না। এটি মানবিক অনুভূতির বিষয় এবং আমি বিশ্বাস করি যে এমনকি নির্বাচনের পরিস্থিতির মধ্যেও তিনি যা করেছেন তা মানবিক দিক থেকে সঠিক।”
একইসঙ্গে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি স্মরণ করেন, কীভাবে তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির মতো ব্যক্তির বিপদের মুহূর্তে তাঁদের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বার বার।