TRENDING:

কংগ্রেসকে উচিত শিক্ষা দিক বস্তারের মানুষ, ছত্তীশগড়ে বার্তা মোদির

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জগদলপুর: ছত্তীশগড়ে আজ থেকেই শুরু কংগ্রেস-বিজেপির প্রচার। ইতিমধ্যেই নোটবন্দি ও অর্থ কেলেঙ্কারি নিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন রাহুল গান্ধি। কাঙ্কেরের সভায় তিনি জানিয়ে দিয়েছেন সাধারণ মানুষ যখন নোটবন্দির সময় লম্বা লাইনে দাঁড়িয়েছিল, তখন নাগরিকদের টাকা লুট করেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন নীরব মোদি, বিজয় মালিয়া ও মেহুল চোকসিরা।
advertisement

পাল্টা প্রচারে নেমেছে বিজেপিও । আজ জগদলপুরের এক সভায় নরেন্দ্র মোদি । মাওবাদী অধ্যুষিত ছত্তীশগড়ে সেই সংবেদনশীলতার প্রসঙ্গ এনেই বস্তারের মানুষের কাছে মোদি আর্জি জানিয়েছেন তাঁরা যেন কংগ্রেসকে উচিত শিক্ষা দেন । একদিকে মাওবাদী সন্ত্রাস থেকে মানুষকে বাঁচানোর কথা বলে কংগ্রেস কিন্তু অন্যদিকে তাঁরাই নিজেদের রাজনৈতিক স্বার্থে এই মাওবাদীদেরই আড়াল করার চেষ্টা করেন।

advertisement

আরও পড়ুন: সাধারণ মানুষের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে মোদি-চোকসি-মালিয়া, তোপ রাহুলের

advertisement

কংগ্রেস নেতাদের পরোক্ষভাবে 'শহুরে মাওবাদী' আখ্যা দিতেও ছাড়েননি মোদি । শহুরে মাওবাদীরা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়েন, তাঁদের সন্তানরা বিদেশে পড়াশুনা করেন অন্যদিকে দরিদ্র আদিবাসী সম্প্রদায়ের জীবন নষ্ট করেন তারা , মন্তব্য করেছেন মোদি ।

আরও পড়ুন: আফগানিস্তানে শান্তি ফেরাতে এই প্রথম বার তালিবানের সঙ্গে বৈঠক ভারতের

advertisement

১০ বছর ধরে ক্ষমতায় ছিল কংগ্রেস কিন্তু তাঁরা ছত্তীশগড়ের উন্নয়নের জন্য কী করেছে ? এই অঞ্চলের উন্নতির জন্য কিছু করে নি উপরন্তু যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পগুলিকে আটকে দিয়েছে কংগ্রেস।

আরও পড়ুন: মন্দির, মসজিদ নয় ! অযোধ্যার বিতর্কিত জমিতে শিশুদের খেলার মাঠ চাইছেন স্থানীয়রা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মাওবাদী হানায় নিহত সাংবাদিক অচ্যুতানন্দ সাহুর মৃত্যুর প্রসঙ্গ টেনেও কংগ্রেসকে একহাত নিয়েছেন মোদি । কংগ্রেস এদেরকে আড়াল করার চেষ্টা করছে, অভিযোগ মোদির।

বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেসকে উচিত শিক্ষা দিক বস্তারের মানুষ, ছত্তীশগড়ে বার্তা মোদির