পাল্টা প্রচারে নেমেছে বিজেপিও । আজ জগদলপুরের এক সভায় নরেন্দ্র মোদি । মাওবাদী অধ্যুষিত ছত্তীশগড়ে সেই সংবেদনশীলতার প্রসঙ্গ এনেই বস্তারের মানুষের কাছে মোদি আর্জি জানিয়েছেন তাঁরা যেন কংগ্রেসকে উচিত শিক্ষা দেন । একদিকে মাওবাদী সন্ত্রাস থেকে মানুষকে বাঁচানোর কথা বলে কংগ্রেস কিন্তু অন্যদিকে তাঁরাই নিজেদের রাজনৈতিক স্বার্থে এই মাওবাদীদেরই আড়াল করার চেষ্টা করেন।
advertisement
আরও পড়ুন: সাধারণ মানুষের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে মোদি-চোকসি-মালিয়া, তোপ রাহুলের
কংগ্রেস নেতাদের পরোক্ষভাবে 'শহুরে মাওবাদী' আখ্যা দিতেও ছাড়েননি মোদি । শহুরে মাওবাদীরা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়েন, তাঁদের সন্তানরা বিদেশে পড়াশুনা করেন অন্যদিকে দরিদ্র আদিবাসী সম্প্রদায়ের জীবন নষ্ট করেন তারা , মন্তব্য করেছেন মোদি ।
আরও পড়ুন: আফগানিস্তানে শান্তি ফেরাতে এই প্রথম বার তালিবানের সঙ্গে বৈঠক ভারতের
১০ বছর ধরে ক্ষমতায় ছিল কংগ্রেস কিন্তু তাঁরা ছত্তীশগড়ের উন্নয়নের জন্য কী করেছে ? এই অঞ্চলের উন্নতির জন্য কিছু করে নি উপরন্তু যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পগুলিকে আটকে দিয়েছে কংগ্রেস।
আরও পড়ুন: মন্দির, মসজিদ নয় ! অযোধ্যার বিতর্কিত জমিতে শিশুদের খেলার মাঠ চাইছেন স্থানীয়রা
মাওবাদী হানায় নিহত সাংবাদিক অচ্যুতানন্দ সাহুর মৃত্যুর প্রসঙ্গ টেনেও কংগ্রেসকে একহাত নিয়েছেন মোদি । কংগ্রেস এদেরকে আড়াল করার চেষ্টা করছে, অভিযোগ মোদির।