বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন৷ তিনি বাংলাদেশের জনজীবনে তাঁর বহু বছরের অবদান৷ তাঁর দ্রুত সুস্থতা কামনা করি৷ ভারত সব ধরনের সহায়তা করতে প্রস্তুত৷’’
বিএনপি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘‘এই সৌহার্দ্যপূর্ণ সহায়তা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার প্রার্থনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে বিএনপি৷’’
প্রায় ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা-সহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।
সোমবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় বলেই জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান৷ তিনি বলেন, ‘‘গতকাল রাত (রবিবার রাত) থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গিয়েছেন। ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা ক্রিটিক্যাল। বলার মতো কোনও কন্ডিশনে এখনও তিনি আসেননি। গোটা দেশের প্রার্থনা করতে বলা ছাড়া আর কিছু বলার নেই।’’
