TRENDING:

Tmc Tripura: মমতার সামনেই তৃণমূলে যোগ, নয়া সভাপতি পীযূষ কান্তি! বড় সিদ্ধান্ত ঘাসফুল শিবিরের

Last Updated:

Tmc Tripura: পীযূষ কান্তি বিশ্বাস হলেন, ত্রিপুরায় তৃণমূলের নয়া সভাপতি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা: ত্রিপুরা প্রদেশ তৃণমূলের নয়া সভাপতি হলেন পীযূষ কান্তি বিশ্বাস। বুধবার দিল্লিতে গিয়ে  বন্দোপাধ্যায়ের সামনেই তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। সুবল ভৌমিকের পর, ফের ভূমিপুত্রকেই সাংগঠনিক পদে বসাল তৃণমূল। প্রসঙ্গত নিউজ ১৮ বাংলা আগেই জানিয়েছিল, পীযূষ কান্তি বিশ্বাস হতে চলেছেন ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সভাপতি।
ত্রিপুরা তৃণমূলে নতুন চমক
ত্রিপুরা তৃণমূলে নতুন চমক
advertisement

ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতির পদ থেকে সরানো হয়েছে সুবল ভৌমিককে। আপাতত দলের দায়িত্ব সামলাচ্ছিলেন সুস্মিতা দেব ও রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল নয়া সভাপতি কে হতে চলেছেন?

তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছেন নয়া সভাপতি হলেন পীযূষ বিশ্বাস। প্রাক্তন এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি একজন পরিচিত আইনজীবী৷ দীর্ঘদিনের নেতা হিসাবেও পরিচিত। গত বছর অক্টোবর মাসে কংগ্রেস ছেড়ে তিনি তৈরি করেন ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট৷ সূত্রের খবর, পীযূষ শীঘ্রই রাজ্য সভাপতি হতে পারেন তৃণমূলের। ফলে দীর্ঘ দিনের এই রাজনীতিবিদকে সভাপতি হিসাবে দায়িত্ব দিয়ে প্রচারে যেতে পারে তৃণমূল কংগ্রেস।প্রথমত, পীযূষের পরিচিতি সর্বস্তরে৷ তৃণমূলের এই মুহূর্তে ত্রিপুরায় যে সব নেতা রয়েছেন তাঁরা প্রত্যেকেই পীযূষ বিশ্বাসের পরিচিত। ফলে দলের সমস্ত স্তরের মধ্যে সমন্বয় রক্ষা করেই এগোনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি।

advertisement

আরও পড়ুন: কুঁড়েঘরের মধ্যে কী পড়ে আছে ওটা! এগিয়ে গিয়ে যা দেখা গেল, চক্ষু চড়কগাছ সকলের

অন্যদিকে পীযূষবাবু রাজ পরিবারের ঘনিষ্ঠ। আগামী বছর বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রদ্যোত কিশোর মাণিক্যের তিপ্রামোথা৷ তাঁদের সঙ্গেও আগামী দিনে সুসম্পর্ক বজায় রাখতে পারে জোড়া ফুল শিবির।ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসে একটা বড় সাংগঠনিক রদ বদল হয়েছে। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নিয়েছে। যেটা হল, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিককে বর্তমানে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া এবং যত দিন পর্যন্ত নতুন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি নিযুক্ত করা হচ্ছে ততদিন পর্যন্ত ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দৈনন্দিন তৃণমূল কংগ্রেসের কাজকর্ম চালিয়ে যাবে।

advertisement

আরও পড়ুন: 'আয় টিভি দেখবি', কিশোরীকে ডেকে ঘরে নিয়ে যেতেই নৃশংস রূপ প্রকাশ পেল পাশের বাড়ির কাকুর!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ত্রিপুরাতে অনেক নতুন সদস্য এবং নেতৃত্ব যোগদান করেছেন, তাঁরা সবাই চাইছেন এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হোক আগামী দিনে যাঁতে সত্যিকারের ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করে ত্রিপুরার মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে পারেন। এখন পীযূষ বাবু দায়িত্ব নিলেন।"

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tmc Tripura: মমতার সামনেই তৃণমূলে যোগ, নয়া সভাপতি পীযূষ কান্তি! বড় সিদ্ধান্ত ঘাসফুল শিবিরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল