TRENDING:

Pilot Arrested: গ্রেফতার পায়লট! লাইটারের মধ্যে লুকনো Spy ক্যামেরা...নিজের যৌ*ন চাহিদা মেটাতে জানেন কী করত?

Last Updated:

দিল্লি পুলিশ এই অভিযোগের প্রেক্ষিতে বিএনএস 77/78 ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বিমানের পায়লট যে এমন কাজ করতে পারে তা ভাবতে পারছেন না তদন্তকারীরাও৷ স্পাই ক্যামেরা লাগিয়ে মেয়েদের আপত্তিকর ভিডিও তোলার অভিযোগে এক পায়লটকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ৷ শুধু তাই নয়, ওই পায়লট নিজের লাইটারের ভিতরে সেই স্পাই ক্যামেরা লাগিয়েছিলেন বলে জানা গিয়েছে৷
News18
News18
advertisement

মোহিত প্রিয়দর্শী নামের ওই পায়লটের বয়স ৩১ বছর৷ অভিযোগকারী তরুণী তাঁর দায়ের করা অভিযোগ পত্রে জানিয়েছেন, গত ৩০ অগাস্ট রাত ১০টা ২০ নাগাদ তিনি কিষাণগড় গ্রামের শনি বাজার এলাকায়ছিলেন৷ সেখানে তিনি হঠাৎ লক্ষ্য করেন, এক ব্যক্তি তাঁর অনুমতি ছাড়াই লাইটারের মতো কোনও ডিভাইস দিয়ে তাঁর ভিডিও তোলার চেষ্টা করছেন৷

আরও পড়ুন: এবার উচ্চ মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত! ফল প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই…TET, SSC-র মতোই

advertisement

দিল্লি পুলিশ এই অভিযোগের প্রেক্ষিতে বিএনএস 77/78 ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে৷

তদন্তের সময় ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে৷

আরও পড়ুন: নৌকোর মধ্যে ধর্ষণ…ভিডিও দেখিয়ে বার বার টাকা! প্রিন্সেপ ঘাট কাণ্ডে বিরাট অভিযোগ

অভিযুক্ত ওই পায়লট নিজের অপরাধ স্বীকার করেছে৷ পুলিশকে জানিয়েছে, সে অবিবাহিত, তাই সে এই ধনের ভিডিও তুলে নিজের যৌন চাহিদা নিরসন করত৷

advertisement

ওই স্পাই ক্যামেরা অভিযুক্তের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Pilot Arrested: গ্রেফতার পায়লট! লাইটারের মধ্যে লুকনো Spy ক্যামেরা...নিজের যৌ*ন চাহিদা মেটাতে জানেন কী করত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল