প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi) এদিন জানান, তাঁর মন কি বাতে এক কোটিরও বেশি শিশু তাঁকে পোস্টকার্ডের মাধ্যমে তাদের মন কি বাত, মনের কথা পাঠিয়েছে। যা দেশের অনেক জায়গা থেকে এমনকি বিদেশ থেকে এসেছে। আবেগতাড়িত মোদি জানান এই পোস্টকার্ডগুলি আমাদের দেশের ভবিষ্যতের জন্য নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়। উত্তরপ্রদেশের একটি মেয়ে চিঠিতে লিখেছেন তিনি ২০৪৭ সালের মধ্যে একটি দুর্নীতিমুক্ত ভারত দেখতে চান। না। ২০৪৭ অবধি অপেক্ষা করবেন না মোদি (Prime Minister Narendra Modi)। এটি তার অনেক আগেই শেষ করতে হবে। দেশের ছাত্রযুবদের ব্রতী হতে হবে এই কাজে। যেখানে কর্তব্যবোধ আছে, যেখানে কর্তব্য সর্বোচ্চ, সেখানে দুর্নীতি থাকতে পারে না।
advertisement
মন কি বাতে (Mann Ki Baat) শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন মহাত্মা গান্ধির কথা। ৩০ জানুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয় দেশে৷ শহীদদের অবদানের কথা স্মরণ করতে গিয়ে প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) বক্তব্যে উঠে আসে অমর জওয়ান জ্যোতির প্রসঙ্গ৷ মুক্তির মন্দির সোপানতলে প্রাণ দেওযা সব জওয়ানদের নাম লেখা আছে সেখানে।তাঁরা আমাদের অনুপ্রেরণা জোগায়৷
আরও পড়ুন: ভারতে ৭৫% প্রাপ্তবয়স্কদের টিকাকরণ সম্পন্ন! দেশকে অভিবাদন প্রধানমন্ত্রী মোদির
বিদ্যাঞ্জলি (Vidhyanjali Abhijan) অভিযান নিয়েও কথা বলেন তিনি। জানান, কেন্দ্রীয় সরকার এই ধরনের প্রকল্প শুরু করেছে শিক্ষাক্ষেত্রে সকলকে গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করার জন্য। এই বিদ্যাঞ্জলি (Vidhyanjali Abhijan) অভিযানের অধীনে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিশুদের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি কর্মচারি, প্রতিরক্ষাকর্মীরা পরিষেবা প্রদান করেন।
আরও পড়ুন: "সমাজবাদীদের টুপি লাল হয়েছে নিরীহ রামভক্তদের রক্তে": যোগী আদিত্যনাথ
পাশাপাশি রবিবারের মন কি বাতে (Mann Ki Baat) টিকাকরণের কথাও তোলেন তিনি (Prime Minister Narendra Modi)। দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭৫ শতাংশ মানুষই সম্পূর্ণরূপে টিকা পেয়েছেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জন্য সব নাগরিকদের ধন্য়বাদ জানাতে ভোলেননি।