সুরাতের মিনি বাজারে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। হিরা শিল্পে মন্দার কারণে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে জনপথে হিরে ছুড়ে ফেলবেন। সম্প্রতি এমনই এক বার্তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: জমানো টাকা সব হারাবেন! হাতে আর ৬ দিন, ব্যাঙ্কের এই কাজ কিন্তু জলদি মিটিয়ে নিন
একথা জানতে পেরেই ওই এলাকায় প্রচুর মানুষ হিরে খুঁজতে শুরু করেন। স্থানীয়দের থেকে জানা যায়, রাস্তায় ছড়িয়ে থাকা হিরে আমেরিকান হীরে হতে পারে।
advertisement
কিছু স্থানীয় ব্যক্তিদের জানা যায়, এক ব্যবসায়ীর হীরার প্যাকেট রাস্তায় পড়ে আছে। হিরে রাস্তায় পড়ে যাওয়ায় লোকজন খোঁজাখুঁজি শুরু করলে গোটা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক কৌতূহল দেখা দেয়।
কিন্তু রাস্তার কি সত্যিই হিরে ছড়িয়েছে? ছড়িয়ে থাকা ওই হিরে কি আসল? পরে জানা যায় ওইগুলি আসলে নয়, শাড়ির কাজে ব্যবহৃত নকল গয়না বা হিরা। তবে কিছু সময়ের জন্য এই ঘটনা দ্রুত ভাইরাল হয়ে যায় মিনি মার্কেটে।