TRENDING:

ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার, জামিন পেলেন সিবিআই ডিএসপি দেবেন্দ্র কুমার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সিবিআই কান্ডে গ্রেফতার ডিএসপি দেবেন্দ্র কুমারকে জামিনে ছাড় দিল পাতিয়ালা হাউজ কোর্ট । বুধবারেই দেবেন্দ্র কুমারকে ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। জামিন মঞ্জুর করেন স্পেশাল সিবিআই জজ সন্তোষ স্নেহি মান । তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করেনি সিবিআই । এছাড়াও বিনা অনুমতিতে দেশ ছেড়ে যেতে পারবেন না তিনি ও তদন্তে সবরকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত ।
advertisement

আরও পড়ুন:  কেন্দ্র-আরবিআই তরজা ! পদত্যাগ করতে পারেন RBI গভর্নর উরজিত প্যাটেল

জামিনের আবেদনে তার গ্রেফতারি পরোয়ানাকে 'বেআইনি' বলে দাবি করেছিলেন কুমার । শুনানি চলাকালীন অলোক ভার্মার ঘনিষ্ঠ তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি। দুই অফিসারের ব্যক্তিগত শত্রুতার শিকার হয়েছেন তিনি, জানিয়েছিলেন কুমার ।

advertisement

আরও পড়ুন:  স্ট্যাচু অফ ইউনিটি! বিশ্বের সর্বোচ্চ মূর্তি দেশবাসীকে উত্‍‌সর্গ মোদির

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মাংস ব্যবসায়ী মইন কুরেশির বিরুদ্ধে একটি তদন্তের নেতৃত্ব দিচ্ছিলেন কুমার ও সেই তদন্তে মূল অভিযোগকারী সতীশ সানার নামও সন্দেহভাজনের তালিকায় ছিল । প্রসঙ্গত, কয়েকদিন আগেই অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন সানা । দেবেন্দ্র কুমার দাবি করেছেন, এই তদন্ত ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়ার জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার, জামিন পেলেন সিবিআই ডিএসপি দেবেন্দ্র কুমার