প্রসঙ্গত, মধ্যপ্রদেশে শুরু থেকেই ‘পাঠান’ বিরোধী হাওয়া ছিল প্রবল। বিজেপি শাসিত সে রাজ্যের নেতা-মন্ত্রীরা পর্যন্ত এই ছবির বিরেধিতায় আসরে নেমে পড়েছিলেন। এমনকী, পাঠান মুক্তির দিনও বজায় রইল সেই বিরোধিতা। এই ঘটনায় কিছুটা হলেও হতাশ ইন্দোরের শাহরুখ ভক্তরা। বুধবার ইন্দোরের কস্তুর সিনেমা হলের সামনে রাখা শাহরুখের বড় বড় হোর্ডিং, পোস্টার ছিঁড়ে ফেলে বজরং দলের কর্মীরা। পরে সেই সব জায়গায় তাঁরা হনুমান চাল্লিশা চালিয়ে দেন।
advertisement
আরও পড়ুন: ৫৫০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে! ভোটের আগেই ত্রিপুরায় বিরাট চমক, বড় ছক ঘাসফুলের
ছবিটি মুক্তি পাওয়ার আগে গত বছরের শেষের দিক থেকে এই ছবি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। 'বেশরম রং' গানটি মুক্তি পাওয়ার পর সেই বিতর্ক বেড়ে গিয়েছিল কয়েকগুণ। বহু নেতা, মন্ত্রী, ধর্মীয় সংগঠন ছবিটির ঘোরতর বিরোধিতা করেছিল। তাঁদের মতে হিন্দুদের ভাবাবেগে নাকি এই ছবি আঘাত করেছে। সেই কারণেই বিরোধিতা করা হয়েছিল।
আরও পড়ুন: উষ্ণ সরস্বতী পুজো, হঠাৎ উধাও শীতের আমেজ! আবহাওয়ার বিরাট খবর, বড় বদল
এদিকে, মুক্তির পর এই ঘটনার আঁচ পড়ে অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ে। শাহরুখ খানের নামেও কটূক্তি এবং অশ্লীল গালিগালাজ করে স্লোগান দেওয়া হয়। এরপর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন। শুধু ইন্দোর নয়, পাঠান মুক্তির ঠিক এক দিন আগে পুণেতে বজরং দল একটি প্রেক্ষাগৃহে ঢুকে ভাঙচুর চালায়। মঙ্গলবার শহরের এক প্রেক্ষাগৃহের সামনে থেকে খুলে ফেলা হল শাহরুখ-দীপিকার পোস্টারও। যদিও এই বিক্ষোভের জেরে পাঠানকে ঘিরে উন্মাদনায় একটুও ভাঁটা পড়েনি। রমরম করে চলছে পাঠান।