এরপরেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জগদীপ ধনখড়। তিনি বলেন, কোনও সাংসদের কাজ থেকে এমন ঘটনা আশা করা যায় না। অন্যদিকে তিনি নাম না করে নিশানা করেন রাহুল গান্ধিকেও। অভিযোগ, কল্যাণ মিমিকের ভিডিও রেকর্ড করে দিচ্ছিলেন রাহুল গান্ধি। সেই প্রসঙ্গ টেনে রাহুলকেও নিশানা করেন জগদীপ।
প্রসঙ্গত, এদিন ফের নতুন করে ৪৯ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। মোট এখনও পর্যন্ত ১৪১ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। অন্যদিকে, এদিনই সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদে বিরোধীদের বিক্ষোভের ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
প্রধানমন্ত্রী মোদি বলেন, “সংসদে বিরোধী সাংসদের আচরণ খুবই দুঃখজনক। তাদের আচরণ থেকে মনে হয় যারা সংসদের নিরাপত্তা ভঙ্গ করেছে, তাদের বিরোধী দলের সমর্থন আছে।
আরও পড়ুন, বেনজির ছবি! সংসদের দুই কক্ষের ৯২ জন বিরোধী সাংসদ সাসপেন্ড
আরও পড়ুন, মহুয়া মৈত্রকে কি আর প্রার্থী করবে না তৃণমূল? সাফ জানিয়ে দিলেন মমতা! বড় বার্তা
নতুন ভোটাররা সেই যুগ দেখতে পাবেন না, যখন প্রতিদিন একটি নতুন কেলেঙ্কারি হত। আমাদের বিরোধীদের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করতে হবে। বিরোধীরা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এখানেই থাকতে হবে, আর এগোতে হবে না।”
সোমবার একঘণ্টায় সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড হয়েছেন ৭৮ জন বিরোধী সাংসদ। এর আগে আরও ১৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। গতকাল শীতকালীন অধিবেশনে সংসদে মোট সাসপেন্ড হওয়া সাংসদের সংখ্যা ৯২। এদিন নতুন করে ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ফলে মোট সাসপেন্ড হওয়া সাংসদের সংখ্যা ১৪১।