TRENDING:

Parliament Winter Session: অঙ্গভঙ্গি করে 'নকল', সঙ্গে ঠাট্টা-তামাশা! কল্যাণের উপর ক্ষুব্ধ ধনখড়

Last Updated:

Parliament Winter Session: অভিযোগ সেই সময়ে রাজ্যসভার চেয়ারম্যান এবং উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিয়ে 'মিমিক' করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: বিতর্ক জড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন অধিবেশনের শুরু থেকেই উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। লোকসভার ৪৯ জন বিরোধী সাংসদকে এদিন সাসপেন্ড করা হয়। এদিন সকাল থেকে সংসদের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল বিরোধী দলের সাংসদরা। অভিযোগ, সেই সময়ে রাজ্যসভার চেয়ারম্যান এবং উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিয়ে ‘মিমিক’ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণের উপর ক্ষুব্ধ ধনখড়(ছবি সৌজন্যে-PTI)
কল্যাণের উপর ক্ষুব্ধ ধনখড়(ছবি সৌজন্যে-PTI)
advertisement

এরপরেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জগদীপ ধনখড়। তিনি বলেন, কোনও সাংসদের কাজ থেকে এমন ঘটনা আশা করা যায় না। অন্যদিকে তিনি নাম না করে নিশানা করেন রাহুল গান্ধিকেও। অভিযোগ, কল্যাণ মিমিকের ভিডিও রেকর্ড করে দিচ্ছিলেন রাহুল গান্ধি। সেই প্রসঙ্গ টেনে রাহুলকেও নিশানা করেন জগদীপ।

প্রসঙ্গত, এদিন ফের নতুন করে ৪৯ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। মোট এখনও পর্যন্ত ১৪১ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। অন্যদিকে, এদিনই সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদে বিরোধীদের বিক্ষোভের ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি।

advertisement

প্রধানমন্ত্রী মোদি বলেন, “সংসদে বিরোধী সাংসদের আচরণ খুবই দুঃখজনক। তাদের আচরণ থেকে মনে হয় যারা সংসদের নিরাপত্তা ভঙ্গ করেছে, তাদের বিরোধী দলের সমর্থন আছে।

আরও পড়ুন, বেনজির ছবি! সংসদের দুই কক্ষের ৯২ জন বিরোধী সাংসদ সাসপেন্ড

আরও পড়ুন, মহুয়া মৈত্রকে কি আর প্রার্থী করবে না তৃণমূল? সাফ জানিয়ে দিলেন মমতা! বড় বার্তা

advertisement

নতুন ভোটাররা সেই যুগ দেখতে পাবেন না, যখন প্রতিদিন একটি নতুন কেলেঙ্কারি হত। আমাদের বিরোধীদের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করতে হবে। বিরোধীরা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এখানেই থাকতে হবে, আর এগোতে হবে না।”

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সোমবার একঘণ্টায় সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড হয়েছেন ৭৮ জন বিরোধী সাংসদ। এর আগে আরও ১৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। গতকাল শীতকালীন অধিবেশনে সংসদে মোট সাসপেন্ড হওয়া সাংসদের সংখ্যা ৯২। এদিন নতুন করে ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ফলে মোট সাসপেন্ড হওয়া সাংসদের সংখ্যা ১৪১।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Winter Session: অঙ্গভঙ্গি করে 'নকল', সঙ্গে ঠাট্টা-তামাশা! কল্যাণের উপর ক্ষুব্ধ ধনখড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল