পুলিশ সূত্রে খবর, এর আগে গ্রেফতার হওয়া সমস্ত অভিযুক্তদের মোবাইল ফোন ছিল ললিতের কাছে। তিনি মূলত কলকাতার বাসিন্দা। পুলিশ শুক্রবার ললিতকে পাতিয়ালা হাউস কোর্টে হাজির করা হবে সম্ভবত। দিল্লি পুলিশ গ্রেফতার হাওয়া বাকি ৪ অভিযুক্তের ৭ দিনের রিমান্ড পেয়েছে। দিল্লি পুলিশ সূত্র বলছে, গত বছর সংসদের নিরাপত্তা লঙ্ঘনের মামলার মাস্টারমাইন্ড ললিত ঝা কর্ণাটকের মহীশূরে প্রথমবার সাগর শর্মা ও মনোরঞ্জনের সঙ্গে দেখা করেছিল।
advertisement
আরও পড়ুন, পার্লামেন্ট ‘স্মোক অ্যাটাকে’র সঙ্গে এবার কলকাতা যোগ! এ শহরেই থাকতেন মূলচক্রী ললিত, কী করতেন জানেন?
আরও পড়ুন, ডেরেক ও’ব্রায়েনকে বের করে দিলেন জগদীপ ধনখড়! রাজ্যসভা থেকে বরখাস্ত তৃণমূল সাংসদ, হঠাৎ কেন সাসপেন্ড?
মনোরঞ্জন মহীশূরের বাসিন্দা। তারপর তিনজনই মিলে দেশের দৃষ্টি আকর্ষণের জন্য সংসদে অনুপ্রবেশের পরিকল্পনা করেছিল। পরে ৩৭ বছর বয়সী নীলম এবং ২৫ বছর বয়সী অমলও এই চক্রে যোগ দেয়। পুলিশ সূত্রে খবর, সংসদের নিরাপত্তা লঙ্ঘন মামলার অভিযুক্ত ললিত ঝা ঘটনার ভিডিও তৈরি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দিল্লি থেকে সে বাসে রাজস্থানের নাগৌরে যায়। সেখানে দুই বন্ধুর সঙ্গে দেখা করে এবং একটি হোটেলে রাত কাটায়।
পুলিশ সূত্রের খবর, তারপর যখন সে বুঝতে পারে যে পুলিশ তাকে খুঁজছে, তখন ললিত বাসে করে দিল্লিতে এসে আত্মসমর্পণ করে। এরপরই ললিতকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ললিত ঝা-এর নির্দেশে মনোরঞ্জন চলতি বছরের জুলাই মাসে বর্ষাকালীন অধিবেশন চলাকালীন সংসদ ভবনের রেকি পরিচালনা করেছিল।