গত বুধবার সংসদ অধিবেশন চলাকালীন লোকসভার ভিতরে দর্শকাসন থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি৷ অন্যজন ওড়ান হলুদ ধোঁয়া৷ গোটা চত্বরে হুলস্থূল কাণ্ড বেঁধে যায়৷ সংসদ ভবনের বাইরে পরিবহণ দফতরের সামনে থেকেও আটক করা হয় ২ জন বিক্ষোভকারীকে৷ পরে ধরা পড়েন আরও একজন৷ সব মিলিয়ে সাম্প্রতিক অতীতে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থায় এত বড় গাফিলতি এর আগে হয়নি৷ তা-ও আবার সংসদ হামলার ২২ তম বর্ষপূর্তির দিনে৷
advertisement
আরও পড়ুন: ‘ভগৎ সিং’-এর ভক্ত! পেশায় বেকার…এবার সামনে পার্লামেন্ট কাণ্ডের ৬ চক্রীর যোগসূত্র
বৃহস্পতিবার গত কালের সেই উত্তাপ সঙ্গে নিয়েই শুধু হয় রাজ্যসভার অধিবেশন৷ বুধবারের সেই ঘটনায় পৃথক আলোচনা দাবি করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷
সেই সময় ক্ষুব্ধ জগদীপ ধনখড় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নাম নিয়ে ঘোষণা করেন, ‘‘হাউজ থেকে এই মুহূর্তে বেরিয়ে যাওয়ার জন্য ডেরেক ও’ব্রায়েনের নাম ঘোষণা করা হচ্ছে৷ ডেরেক ও’ব্রায়েন বলেছেন উনি চেয়ারের কথা শুনবেন না, ডেরেক ও’ব্রায়েন বলেছেন উনি কোনও নিয়মন মানবেন না, এটা অত্যন্ত গুরুতর বিষয়, লজ্জাজনক ঘটনা৷’’
বারবার সাবধান করা সত্ত্বেও এদিন ডেরেক ও’ব্রায়েন এবং অন্য বিরোধী সাংসদেরা গতকালের ঘটনার জবাবদিহি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি ও বিবৃতির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন৷
এই বিশৃঙ্খল পরিস্থিতির মাঝেই স্থগিত করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন৷ উপরাষ্ট্রপতি রাজ্যসভায় উপস্থিত বিরোধী সাংসদদের আশ্বাস দেন, এবিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে৷