TRENDING:

Parliament Smoke Attack: ডেরেক ও’ব্রায়েনকে বের করে দিলেন জগদীপ ধনখড়! রাজ্যসভা থেকে বরখাস্ত তৃণমূল সাংসদ, হঠাৎ কেন সাসপেন্ড?

Last Updated:

বৃহস্পতিবার গত কালের সেই উত্তাপ সঙ্গে নিয়েই শুধু হয় রাজ্যসভার অধিবেশন৷ বুধবারের সেই ঘটনায় পৃথক আলোচনা দাবি করেন তৃণমূল সাংসদ ডেরেক ও ’ব্রায়েন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ‘উচ্ছৃঙ্খল আচরণে’র অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে৷ শীতকালীন অধিবেশন চলাকালীন আর সংসদে যোগ দিতে পারবেন না তিনি৷ এদিন উত্তপ্ত বাদানুবাদের মাঝেই ডেরেককে রাজ্যসভা থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়ার নিদান দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়৷
advertisement

গত বুধবার সংসদ অধিবেশন চলাকালীন লোকসভার ভিতরে দর্শকাসন থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি৷ অন্যজন ওড়ান হলুদ ধোঁয়া৷ গোটা চত্বরে হুলস্থূল কাণ্ড বেঁধে যায়৷ সংসদ ভবনের বাইরে পরিবহণ দফতরের সামনে থেকেও আটক করা হয় ২ জন বিক্ষোভকারীকে৷ পরে ধরা পড়েন আরও একজন৷ সব মিলিয়ে সাম্প্রতিক অতীতে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থায় এত বড় গাফিলতি এর আগে হয়নি৷ তা-ও আবার সংসদ হামলার ২২ তম বর্ষপূর্তির দিনে৷

advertisement

আরও পড়ুন: ‘ভগৎ সিং’-এর ভক্ত! পেশায় বেকার…এবার সামনে পার্লামেন্ট কাণ্ডের ৬ চক্রীর যোগসূত্র

বৃহস্পতিবার গত কালের সেই উত্তাপ সঙ্গে নিয়েই শুধু হয় রাজ্যসভার অধিবেশন৷ বুধবারের সেই ঘটনায় পৃথক আলোচনা দাবি করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷

সেই সময় ক্ষুব্ধ জগদীপ ধনখড় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নাম নিয়ে ঘোষণা করেন, ‘‘হাউজ থেকে এই মুহূর্তে বেরিয়ে যাওয়ার জন্য ডেরেক ও’ব্রায়েনের নাম ঘোষণা করা হচ্ছে৷ ডেরেক ও’ব্রায়েন বলেছেন উনি চেয়ারের কথা শুনবেন না, ডেরেক ও’ব্রায়েন বলেছেন উনি কোনও নিয়মন মানবেন না, এটা অত্যন্ত গুরুতর বিষয়, লজ্জাজনক ঘটনা৷’’

advertisement

আরও পড়ুন: পার্লামেন্টে ‘স্মোক অ্যাটাক’! গুরুগ্রামে গভীর রাতে বৈঠক, কী ভাবে তৈরি হয়েছিল ব্লু প্রিন্ট?

বারবার সাবধান করা সত্ত্বেও এদিন ডেরেক ও’ব্রায়েন এবং অন্য বিরোধী সাংসদেরা গতকালের ঘটনার জবাবদিহি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি ও বিবৃতির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই বিশৃঙ্খল পরিস্থিতির মাঝেই স্থগিত করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন৷ উপরাষ্ট্রপতি রাজ্যসভায় উপস্থিত বিরোধী সাংসদদের আশ্বাস দেন, এবিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Smoke Attack: ডেরেক ও’ব্রায়েনকে বের করে দিলেন জগদীপ ধনখড়! রাজ্যসভা থেকে বরখাস্ত তৃণমূল সাংসদ, হঠাৎ কেন সাসপেন্ড?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল