TRENDING:

Parliament Security Breach: স্লোগান দিতে দিতে ঝাঁপ... হলুদ ধোঁয়ায় ভরে গেল গোটা চত্বর! ‘সংসদ হামলার’ দিনই পার্লামেন্টে চূড়ান্ত গাফিলতি, দেখেছেন সেই ভিডিও?

Last Updated:

শুধুমাত্র সংসদ ভবনের ভিতরেই নয়৷ সংসদ ভবনের বাইরেও পরিবহণ ভবনের সামনে কাঁদানে গ্যাসের হলুদ ধোঁয়া উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন এক মহিলা ও আরেকজন ব্যক্তি৷ তাঁদেরও গ্রেফতার করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এমন দৃশ্য বোধহয় সাম্প্রতিক অতীতে দেখেনি ভারত৷ খোদ সংসদের অন্দরের নিরাপত্তা ব্যবস্থায় এত বড় গাফিলতি! পশ্চিমবঙ্গের সাংসদ খগেন মূর্মূ সেই সময় বক্তৃতা দিচ্ছেন৷ হঠাৎ করেই ভিজিটরস গ্যালারি থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি৷ আর তারপরেই গোটা সংসদ চত্বর ভরে গেল হলুদ ধোঁয়ায়৷ কয়েক সেকেন্ডের মধ্যেই হুলস্থূল কাণ্ড৷ যদিও গোটা বিষয়টির পিছনে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ নেই বলেই জানিয়েছে প্রশাসন৷ তবে দেশের সংসদ ভবনের ভিতরের নিরাপত্তা ব্যবস্থায় কী ভাবে এত বড় সড় গাফিলতি হল, তা নিয়ে প্রশ্ন উঠছে সব মহলে৷ সামনে এসেছে সেই চূড়ান্ত নাটকীয় মুহূর্তের ভিডিয়োও৷
advertisement

টিভি ফুটেছে দেখা গিয়েছে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎই দর্শকাসন থেকে ঝাঁপিয়ে পড়লেন সাংসদদের বসার জায়গার কাছে৷ তারপরে টপকে গেলেন একের পর এক বেঞ্চ৷ আরেক জন দর্শক আসন থেকেই হলুদ ধোঁয়া ছড়াতে শুরু করলেন সংসদ ভবনের ভিতরে৷

আরও পড়ুন: ABVP নেতা থেকে সোজা মুখ্যমন্ত্রী! PhD ডিগ্রিধারী.. মধ্যপ্রদেশে শিবরাজ জমানার শেষ করলেন এই নেতা, চেনেন এঁকে?

advertisement

জানা গিয়েছে, বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন ওই দুই ব্যক্তি৷ যে ব্যক্তি সাংসদদের বসার জায়গার উপরে লাফিয়েছিলেন, তাঁর জুতো থেকে কাঁদানে গ্যাসের একাধিক ক্যানিস্টার পাওয়া গিয়েছে৷

advertisement

শুধুমাত্র সংসদ ভবনের ভিতরেই নয়৷ ভিতরে যখন ওই ঘটনা ঘটছে সংসদ ভবনের বাইরেও পরিবহণ ভবনের সামনে কাঁদানে গ্যাসের হলুদ ধোঁয়া উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন এক মহিলা ও আরেকজন ব্যক্তি৷ সেখান থেকে গ্রেফতার করা হয় তাঁদেরও৷

advertisement

২২ বছর আগে ২০০১ সালের ঠিক আজকের দিনেই, অর্থাৎ, ১৩ ডিসেম্বর সংসদ ভবনে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছিল৷ যদিও এদিনের ঘটনার সঙ্গে আগের সংসদ হামলার কোনও যোগসূত্র নেই বলে দাবি করেছে প্রশাসন৷

আরও পড়ুন: ‘কাশ্মীরি পণ্ডিতদের ন্যায়বিচার দিয়েছে মোদি সরকার…POK আমাদের!’, রাজ্যসভায় হুঙ্কার অমিত শাহের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গোটা ঘটনার সাক্ষী ছিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী৷ তিনি বলেন, ‘‘লোকসভায় তখন জিরো আওয়ার চলছে৷ এক ব্যক্তি লোকসভার বেঞ্চের উপর লাফিয়ে লাফিয়ে উঠছিল৷ অন্য আরেক জন পাবলিক গ্যালারি থেকে টিয়ার গ্যাস ছড়াচ্ছিল৷’ নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় গাফিলতির অভিযোগ তুলেছেন অধীর৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Security Breach: স্লোগান দিতে দিতে ঝাঁপ... হলুদ ধোঁয়ায় ভরে গেল গোটা চত্বর! ‘সংসদ হামলার’ দিনই পার্লামেন্টে চূড়ান্ত গাফিলতি, দেখেছেন সেই ভিডিও?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল