টিভি ফুটেছে দেখা গিয়েছে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎই দর্শকাসন থেকে ঝাঁপিয়ে পড়লেন সাংসদদের বসার জায়গার কাছে৷ তারপরে টপকে গেলেন একের পর এক বেঞ্চ৷ আরেক জন দর্শক আসন থেকেই হলুদ ধোঁয়া ছড়াতে শুরু করলেন সংসদ ভবনের ভিতরে৷
advertisement
জানা গিয়েছে, বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন ওই দুই ব্যক্তি৷ যে ব্যক্তি সাংসদদের বসার জায়গার উপরে লাফিয়েছিলেন, তাঁর জুতো থেকে কাঁদানে গ্যাসের একাধিক ক্যানিস্টার পাওয়া গিয়েছে৷
শুধুমাত্র সংসদ ভবনের ভিতরেই নয়৷ ভিতরে যখন ওই ঘটনা ঘটছে সংসদ ভবনের বাইরেও পরিবহণ ভবনের সামনে কাঁদানে গ্যাসের হলুদ ধোঁয়া উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন এক মহিলা ও আরেকজন ব্যক্তি৷ সেখান থেকে গ্রেফতার করা হয় তাঁদেরও৷
২২ বছর আগে ২০০১ সালের ঠিক আজকের দিনেই, অর্থাৎ, ১৩ ডিসেম্বর সংসদ ভবনে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছিল৷ যদিও এদিনের ঘটনার সঙ্গে আগের সংসদ হামলার কোনও যোগসূত্র নেই বলে দাবি করেছে প্রশাসন৷
গোটা ঘটনার সাক্ষী ছিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী৷ তিনি বলেন, ‘‘লোকসভায় তখন জিরো আওয়ার চলছে৷ এক ব্যক্তি লোকসভার বেঞ্চের উপর লাফিয়ে লাফিয়ে উঠছিল৷ অন্য আরেক জন পাবলিক গ্যালারি থেকে টিয়ার গ্যাস ছড়াচ্ছিল৷’ নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় গাফিলতির অভিযোগ তুলেছেন অধীর৷