TRENDING:

বাংলার বিপ্লবীরা ‘উপেক্ষিত’? সেলুলার জেলে বিশেষ গ্যালারি রয়েছে চট্টগ্রাম যুব বিদ্রোহের বিপ্লবীদের, প্রশ্ন তৃণমূল সাংসদের

Last Updated:

কিন্তু ঋতব্রতর বক্তব্য, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের ঐতিহাসিক যুববিদ্রোহের ১৭ জন বিপ্লবীকে এখানে বন্দি রাখা হয়েছিল। অথচ এখানে ১৬ জনের ছবি রয়েছে। বাকি একজনের ছবি নেই কেন? সবচেয়ে আশ্চর্যের কথা, যুববিদ্রোহের এই বীর বাঙালি সন্তানদের সম্পর্কে বিস্তারিতভাবে কিছুই তুলে ধরা হয়নি এখানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ: চট্টগ্রামের যুববিদ্রোহের যে ১৭ জন বিপ্লবীকে আন্দামান সেলুলার জেলে বন্দি রাখা হয়েছিল তাঁদের গৌরবগাথা তুলে ধরতে কোনও বিশেষ গ্যালারি নেই কেন? কেন এই বাঙালি বিপ্লবীদের অবদানকে উপেক্ষা করছে কেন্দ্রীয় সরকার? সংসদে এই প্রশ্ন তুললেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
News18
News18
advertisement

তাঁর প্রশ্ন ছিল, বাংলা তথা ভারতের এই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনও বিশেষ ডিসপ্লে গ্যালারি নির্মাণের পরিকল্পনা আছে কি কেন্দ্রের? যদি তা থাকে তবে বিস্তারিতভাবে জানানো হোক সেই তথ্য। আর যদি এই রকম কোনও পরিকল্পনা না থেকে থাকে তবে তার কারণও ব্যাখ্যা করা হোক।

আরও পড়ুন: ট্রাম্পের শেখানো বুলি আওড়াচ্ছে…ভারতকে নিয়ে বিরক্তি ঝরে পড়ল গলায়! রাশিয়াকে টেনে বলল, ‘ওই এশীয় দেশ..’

advertisement

চট্টগ্রাম যুব বিদ্রোহ, যা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নামেও পরিচিত, এটি ১৯৩০ সালে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ছিল ১৯৩০ সালের ১৮ এপ্রিল সংঘটিত সূর্য সেন-এর নেতৃত্বে কয়েকজন স্বাধীনতাকামী বিপ্লবীর ব্রিটিশ পুলিশ ও সহায়ক বাহিনীর চট্টগ্রামে অবস্থিত অস্ত্রাগার দখলের প্রয়াস।

advertisement

ঋতব্রতের এই প্রশ্নে অত্যন্ত অস্বস্তিতে পড়ে যান কেন্দ্রের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বৃহস্পতিবার লিখিত প্রশ্নের জবাবে তিনি স্বীকার করে নেন, চট্টগ্রামের যুববিদ্রোহীদের অবদান তুলে ধরতে আন্দামান সেলুলার জেলে কোনও আলাদা গ্যালারি নেই। যদিও স্বাধীনতা সংগ্রামীদের গ্যালারিতে চট্টগ্রাম যুববিদ্রোহের বীর বিপ্লবীদের ছবি রয়েছে।

আরও পড়ুন: SIR নিয়ে ‘ভয়’! কেন কেউ হতেই চাইছেন না BLO, এমনই রিপোর্ট আসছে CEO দফতরে

advertisement

কিন্তু ঋতব্রতর বক্তব্য, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের ঐতিহাসিক যুববিদ্রোহের ১৭ জন বিপ্লবীকে এখানে বন্দি রাখা হয়েছিল। অথচ এখানে ১৬ জনের ছবি রয়েছে। বাকি একজনের ছবি নেই কেন? সবচেয়ে আশ্চর্যের কথা, যুববিদ্রোহের এই বীর বাঙালি সন্তানদের সম্পর্কে বিস্তারিতভাবে কিছুই তুলে ধরা হয়নি এখানে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

কেন্দ্রের এই ভূমিকায় গভীর বিস্ময় প্রকাশ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । তাঁর মন্তব্য, দেশ জুড়ে বাঙালিদের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি ও কেন্দ্র। স্বাধীনতার লড়াইয়ে বাঙালির অবদান মোছার চেষ্টা করছে তারা। এই অপচেষ্টা ব্যর্থ হবেই।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বাংলার বিপ্লবীরা ‘উপেক্ষিত’? সেলুলার জেলে বিশেষ গ্যালারি রয়েছে চট্টগ্রাম যুব বিদ্রোহের বিপ্লবীদের, প্রশ্ন তৃণমূল সাংসদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল