বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাবের আলোচনার সময়ে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন মোদি সরকারের কাজের প্রশংসা করে বলেন, ‘বর্তমান সরকারে কৃষি বাজেটে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ২০ কোটি টাকা করেছে। এ পর্যন্ত দেশে ১৪৮টি বিমানবন্দর নির্মিত হয়েছে। সারা দেশে ১,১১৩ টি বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে। গ্রামে ২.৯ কোটি বাড়ি তৈরি হয়েছে।” এ ছাড়া তিনি বলেন, “সরকারি ব্যাঙ্কগুলি এখন মুনাফা করছে। ব্যাঙ্কিং খাতে অনেক বড় পরিবর্তন এসেছে। সারা বিশ্বে ইউপিআই প্রশংসিত হচ্ছে, দেশের প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। ব্যাঙ্কগুলো মুনাফা করেছে এক লাখ কোটি টাকা।”
advertisement
নির্মলা সীতারমন বলেন, “ইউপিএ ১০ বছর নষ্ট করেছে। I.N.D.I.A জোটের মধ্যে দ্বন্দ্ব চলছে।” এ ছাড়া তিনি বলেন, “তোমরা মানুষকে স্বপ্ন দেখাও। আমরা তাদের স্বপ্ন পূরণ করি। আমরা সকলের ক্ষমতায়ন এবং কাউকে খুশি করতে বিশ্বাস করি না।”
আরও পড়ুন, সুখবর! আড়াই মিনিট পর পর মেট্রো দমদম-টালিগঞ্জ রুটে, সুবিধা বাড়বে যাত্রীদের
আরও পড়ুন, যাদবপুরে ছাত্রমৃত্যুর নেপথ্য়ে কি র্যাগিং? অধ্যাপকের বিক্ষুব্ধ পোস্ট নিয়ে চর্চা
প্রসঙ্গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল বলেন, “দেশের প্রধানমন্ত্রী এখনও মণিপুরে যেতে পারেননি, কারণ তিনি মনেই করেন না মণিপুর ভারতবর্ষের একটা অংশ, তিনি সে রাজ্যকে ভাগ করে দিয়েছেন।” তিনি বলেছেন, “চাইলেই কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করে মণিপুর হিংসা রোধ করতে পারত, কিন্তু তা করেনি।”