হাইওয়ে উদ্বোধনের পাশাপাশি নোট ইস্যু ও ভোট নিয়ে বিরোধীদের একহাতও নিতে ভোলেননি মোদি ৷ পূর্বতন কংগ্রেস সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘শুধু শিলান্যাসেই উন্নয়ন হয় না ৷ তাড়াহুড়ো করে রাজনীতি হয় ৷ উন্নয়ন হয় না ৷ তীর্থযাত্রীদের জন্য কিছু করেনি আগের সরকার ৷ সব লোক দেখানো কাজ করেছে ৷ উন্নয়নের জন্য উন্নয়নমূলক কোনও কাজ হয়নি ৷ দেবভূমিতে এতদিন সড়ক যোগাযোগের অভাব ছিল ৷
advertisement
যোগাযোগ ব্যবস্থা ঠিক না থাকায় পর্যটনের বিকাশও বাধা পাচ্ছিল ৷ উত্তরাখণ্ডের আর্থ-সামাজিক পরিকাঠামো বদলাবে ৷ আমরা সেই কাজটাই করছি ৷ ’’
নিজেকে ফের চৌকিদার বলে প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘‘ আমি মানুষের জন্য কাজ করতে এসেছি ৷ আমি মানুষের চৌকিদার ৷ তাই ধাপ্পাবাজদের চৌকিদারি শুরু করেছি ৷ আর তাতেই ভয় পেয়েছে ওরা ৷ দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে ৷ কাউকে রেয়াত করা হবে না ৷ ’’
কালো টাকা প্রসঙ্গে মোদি বলেন, ‘‘কালো টাকা দেশকে শেষ করেছে ৷ বিছানার মধ্যে টাকা লুকিয়ে রেখেছে ৷ এই টাকা দেশের গরিব মানুষের ৷ তাই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছি ৷ নোট বাতিল করে বেইমানদের কাপড় খুলেছি ৷ ওদের রক্তে বেইমানি, তাই নতুন পথে দুর্নীতি করছে ৷ কিন্তু সব পথের কথাই মোদির জানা আছে ৷ ওদের সব রাস্তা বন্ধ করবই ৷ যেকোনও মূল্যে এই লড়াই জারি থাকবে ৷ ’’
প্রধানমন্ত্রী আরও বলেন , ‘‘ সোনার পাখি ছিল একসময় ভারতবর্ষ ৷ আমরাই সেই দেশকে লুঠ করেছি ৷ আমরা এই লুঠ বন্ধ করব ৷ দেশের সততা আমরা রক্ষা করবই ৷ তার জন্য সব রণনীতি তৈরি করব ৷ কালো টাকা নিয়ে জাল নোটের কারবার হতো ৷ সন্ত্রাসবাদ, ড্রাগ মাফিয়ারা এই কালো টাকায় চলে ৷ কালো টাকায় আন্ডারওয়ার্ল্ডের খেলা চলছে ৷ ৮ নভেম্বর এক ধাক্কায় সব খেলা বন্ধ ৷ তাই কালো টাকা বন্ধের সিদ্ধান্ত দেশের ভালোর জন্যই নেওয়া হয়েছে ৷ দেশের সাধারণ মানুষ বেইমানি বরদাস্ত করে না ৷ তাঁরা ন্যায়ের জন্য লড়ছেন ৷ আমি সৎ মানুষের শক্তি বাড়াতে লড়াই চালাচ্ছি ৷ ’’