TRENDING:

বড় হলে ছেলেও যোগ দেবে সেনায়, সাধ করে বাবা-মা নাম রাখলেন ‘মিরাজ’

Last Updated:

সেই সাহসিকতাকে সম্মান জানিয়েই সদ্যোজাত ছেলের নাম রাখা হল ‘মিরাজ’ ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমের-এ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আজমেঢ়: বাবা-মা সাাধ করে নাম রাখলেন ‘মিরাজ’ ৷ মনে আশা, বড় হয়ে ছেলেও যোগ দেবে সেনায় ৷
advertisement

যুদ্ধের আবহে তেতে রয়েছে দেশ ৷ পুলওয়ামা হামলায় প্রাণ গিয়েছে ৪২ সেনা জওয়ানের ৷ তার বদলা নিতে পাক-অধিকৃত কাশ্মীরের বালাকোটে একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা ৷ মিরাজ-২০০০ নামে ভারতের ১২টি যুদ্ধ বিমান আঘাত এনেছে জইস ঘাঁটি ও কন্ট্রোল রুমে ৷ বায়ুসেনাকে স্যালুট করছে গোটা দেশ ৷ তাঁদের পরাক্রম ও সাহসের কাছে মাথা নত করেছে দেশবাসী ৷

advertisement

সেই সাহসিকতাকে সম্মান জানিয়েই সদ্যোজাত ছেলের নাম রাখা হল ‘মিরাজ’ ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমের-এ ৷ মিরাজের বাবা এস.এস. রাঠৌর জানান, ‘আমাদের সন্তানের নাম রেখেছি মিরাজ ৷ আমাদের আশা, ও বড় হয়ে সেনায় যোগ দেবে ৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
বড় হলে ছেলেও যোগ দেবে সেনায়, সাধ করে বাবা-মা নাম রাখলেন ‘মিরাজ’