TRENDING:

Meerut Crime Child:‘বাবা ড্রামের মধ্যে আছে’!স্ত্রী ও তার প্রেমিকের হাতে নিহত মার্চেন্ট নেভির ৬ বছরের মেয়ে বলে পড়শিদের! শিশুর চোখের সামনেই খুন তরুণকে?

Last Updated:

Meerut Crime Child:সৌরভ-মুসকানের ৬ বছরের শিশুকন্যা বলত, ‘‘পাপা ড্রামের মধ্যে আছে৷’’ কিন্তু বাচ্চা বলে তার কথায় কেউ গুরুত্ব দেয়নি৷ সৌরভের মায়ের দাবি,নাতনি নিশ্চয়ই কিছু দেখেছিল৷ নয়তো এরকম কথা সে বলবে কেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেরঠ: মেরঠে স্ত্রী এবং তার প্রেমিকের ষড়যন্ত্রে মার্চেন্ট নেভি যুবককে নৃশংস হত্যাকাণ্ড দেশবাসীর মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বইয়ে দিয়েছে৷ নিহত তরুণ সৌরভ রাজপুতের স্ত্রীর মুসকান (২৭) এবং তার প্রেমিক সাহিল (২৫)-কে গ্রেফতারের পর ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে৷ এই পরিস্থিতিতে সৌরভের মায়ের দাবি, তাঁর ৬ বছরের নাতনি সম্ভবত জানত অপরাধ নিয়ে৷ সংবাদমাধ্যমে প্রৌঢ়ার দাবি, পড়শিরা বলেছেন সৌরভ-মুসকানের ৬ বছরের শিশুকন্যা বলত, ‘‘পাপা ড্রামের মধ্যে আছে৷’’ কিন্তু বাচ্চা বলে তার কথায় কেউ গুরুত্ব দেয়নি৷ সৌরভের মায়ের দাবি,নাতনি নিশ্চয়ই কিছু দেখেছিল৷ নয়তো এরকম কথা সে বলবে কেন?
গত ৪ মার্চ থেকে নিখোঁজ ছিলেন সৌরভ
গত ৪ মার্চ থেকে নিখোঁজ ছিলেন সৌরভ
advertisement

ছেলের অকালমৃত্যুতে শোকস্তব্ধ প্রৌঢ়ার দাবি, সৌরভকে খুনের পর প্রেমিক সাহিলকে নিয়ে বেড়াতে গিয়েছিল মুসকান৷ তারা দু’জনে মিলে সৌরভকে হত্যা করে নিথর দেহ ১৫ টা টুকরো করে ড্রামে ভরে সেটার মুখ বন্ধ করে দেয় সিমেন্ট দিয়ে৷ ঘরেই রাখা ছিল ড্রামটি৷ এর পর বাড়িওয়ালা তাঁদের বাড়ি ছেড়ে দিতে বলেন৷ সে সময় মিস্ত্রিরা নিথর দেহ ভরা ড্রাম সরাতে গেলে আচমকাই এর ঢাকনা খুলে যায়৷ বেরিয়ে আসে তীব্র দুর্গন্ধ এবং মৃতদেহের খণ্ড৷ সৌরভের মায়ের আরও অভিযোগ, এই ব্যাপারে সবই জানতেন মুসকানের মা৷ কিন্তু তিনি প্রথম থেকেই ভুলপথে চালিত করে গিয়েছেন৷

advertisement

আরও পড়ুন : ‘ড্রাগ নিতে বাধা দিত বলে প্রেমিকের সঙ্গে মিলে জামাইকে খুন করে মেয়ে…ওর ফাঁসি চাই…’ নিষ্ঠুর আর্জি কান্নায় ভেঙে পড়া বাবা মায়ের

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সৌরভের দিদির অভিযোগ, এর আগে বাড়ি ছেড়ে ৫ দিন অন্য কোথাও ছিল মুসকান। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীর সব টাকাও সে হস্তগত করেছিল বলে অভিযোগ। গত ৪ মার্চ থেকে নিখোঁজ ছিলেন সৌরভ। ২৮ ফেব্রুয়ারি সৌরভের মেয়ের ছয় বছর পূর্ণ হয়, যার জন্য তিনি লন্ডন থেকে বাড়ি ফিরে আসেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, মুসকান ও সাহিল সৌরভকে খুন করার সিদ্ধান্ত নেয়। ৪ মার্চ সৌরভের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মুসকান এবং সাহিল তাকে ছুরি দিয়ে খুন করে। এরপর, মুসকান ও সাহিল মৃতদেহ কেটে টুকরো টুকরো করে একটি ড্রামে ভরে এবং ভেজা সিমেন্ট দিয়ে তার মুখ বন্ধ করে দেহটি ফেলে দেয়। এই ঘৃণ্য ঘটনায় অভিযুক্ত তাঁদের মেয়ের ফাঁসি চেয়েছেন মুসকানের বাবা-মা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Crime Child:‘বাবা ড্রামের মধ্যে আছে’!স্ত্রী ও তার প্রেমিকের হাতে নিহত মার্চেন্ট নেভির ৬ বছরের মেয়ে বলে পড়শিদের! শিশুর চোখের সামনেই খুন তরুণকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল