Meerut Crime News: ‘ড্রাগ নিতে বাধা দিত বলে প্রেমিকের সঙ্গে মিলে জামাইকে খুন করে মেয়ে...ওর ফাঁসি চাই...’ নিষ্ঠুর আর্জি কান্নায় ভেঙে পড়া বাবা মায়ের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Meerut Murder:মামলার তদন্তে সৌরভ রাজপুতের স্ত্রী মুসকান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্লার মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা উঠে এসেছে
মেরঠ : মার্চেন্ট নেভি স্বামীকে হত্যার দায়ে অভিযুক্ত মেরঠের মহিলা মুসকান রাস্তোগীর বাবা-মা তাঁদের মেয়ের মৃত্যুদণ্ড চাইছেন৷ বলছেন, তাঁদের মেয়ে বেঁচে থাকার যোগ্য নয় এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তাঁরা বলেছেন যে ন্যায়বিচারের লড়াইয়ে তাঁরা সৌরভের পরিবারের পাশে দৃঢ়ভাবে আছেন। পুলিশ জানিয়েছে, মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুন করে কেটে ফেলা হয়েছিল এবং তাঁর দেহের ১৫টি টুকরো একটি ড্রামে পুঁতে সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়েছিল। মামলার তদন্তে সৌরভ রাজপুতের স্ত্রী মুসকান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্লার মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা উঠে এসেছে।
মুসকানের বাবা প্রমোদ রাস্তোগি ইন্ডিয়া টুডে-কে বলেন যে তাঁর মেয়ে স্বীকার করেছে, তার স্বামী তাকে মাদক সেবন থেকে বিরত রাখতেন, তাই সে তাঁকে হত্যা করেছে। তিনি আরও বলেন যে মুসকানের প্রেমিক এবং অপরাধের অংশীদার সাহিল শুক্লা তাদের সম্পর্কের শুরুতে তাকে মাদকাসক্ত করে তুলেছিল। প্রমোদ বলেন যে তাঁর মেয়ে বলেছিল সে মাদক ছাড়া থাকতেই পারত না৷ মুসকানের মা কবিতা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন যে জামাই সৌরভ তাঁদের মেয়েকে অন্ধের মতো ভালবাসতেন৷ তাই প্রতি পদক্ষেপে পাশেও থাকতেন৷
advertisement
তাঁর মা আরও বলেন যে “আমাদের মেয়েই সমস্যার উৎস ছিল। সে সৌরভকে তাঁর পরিবার থেকে আলাদা করে দিয়েছিল। আর এখন সে এটা করেছে। সে সবকিছু ঝুঁকির মুখে ফেলেছে, তাঁর বাবা-মা, তাঁদের কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে চলে এসেছে। আর সে তাঁকে হত্যা করেছে। সৌরভও আমাদের ছেলে ছিল”৷ কবিতা সংবাদমাধ্যমকে আরও বলেন যে পাহাড় থেকে ফিরে আসার পর মুসকান তাদের সঙ্গে দেখা করতে এসেছিল। “সে স্বীকার করেছে যে সে সৌরভকে হত্যা করেছে এবং আমরা সঙ্গে সঙ্গে তাকে থানায় নিয়ে যাই,” তিনি বলেন।
advertisement
advertisement
সৌরভ রাজপুত এবং মুসকান রাস্তোগী ২০১৬ সালে প্রেমে পড়ে বিয়ে করেন। এরপর মার্চেন্ট নেভির এই অফিসার তাঁর স্ত্রীর সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য চাকরি ছেড়ে দেন। স্ত্রীর পাশে থাকতে তিনি তাঁর পরিবার থেকেও দূরে সরে যান। ২০১৯ সালে মুসকান এবং সৌরভের একটি কন্যাসন্তান জন্মায়। এর পর সৌরভ জানতে পারেন যে মুসকানের তাঁর বন্ধু সাহিলের সঙ্গে প্রেম চলছে, যার ফলে তাঁদের মধ্যে টানাপড়েন তৈরি হয়। অবশেষে, সৌরভ আবার মার্চেন্ট নেভিতে যোগদানের সিদ্ধান্ত নেন।
advertisement
২৮ ফেব্রুয়ারি সৌরভের মেয়ের ছয় বছর পূর্ণ হয়, যার জন্য তিনি লন্ডন থেকে বাড়ি ফিরে আসেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, মুসকান ও সাহিল সৌরভকে খুন করার সিদ্ধান্ত নেয়। ৪ মার্চ সৌরভের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মুসকান এবং সাহিল তাকে ছুরি দিয়ে খুন করে। এরপর, মুসকান ও সাহিল মৃতদেহ কেটে টুকরো টুকরো করে একটি ড্রামে ভরে এবং ভেজা সিমেন্ট দিয়ে তার মুখ বন্ধ করে দেহটি ফেলে দেয়।
advertisement
আরও পড়ুন : মহাশূন্যে নিজেই ছিলেন ‘গ্রহ নক্ষত্রের পড়শি’! সুনীতা উইলিয়ামসের ভাগ্যচক্রে ‘কেতু মহাদশা’! রাশিফলে ‘ইউরেনাস-নেপচুন যোগ’! কেমন যাবে তাঁর আগামী দিনগুলি, রইল গণনার ভবিষ্যদ্বাণী
যখন লোকেরা সৌরভ সম্পর্কে জানতে চাইতেন, তখন মুসকান তাঁদের বলেছিল যে তিনি একটি পাহাড়ি স্টেশনে গিয়েছিলেন। তারপর সে এবং সাহিল হিমাচল প্রদেশের মানালিতে বেড়াতে যায় এবং সৌরভের ফোন থেকে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবি আপলোড করে মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে। সৌরভ যখন বেশ কয়েকদিন ধরে তাঁর পরিবারের সদস্যদের কোনও ফোন ধরেননি, তখন তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে মুসকান এবং সাহিলকে হেফাজতে নেয় পুলিশ৷ তদন্তকারীদের জেরায় তারা অপরাধ স্বীকার করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2025 1:15 PM IST