শুধু মোবাইল ফোন নয় ৷ এর পাশাপাশি গরু চুরি, গো-হত্যা কেউ করলেই তাঁকেও বিপুল অঙ্কের জরিমানা দিতে হবে বলে নিয়ম জারি করেছে মুসলিম অধ্যুষিত গ্রাম ৷ গরু পাচার বা গো হত্যা করতে কেউ ধরা পড়লে তাদের ২ লক্ষ টাকা জরিমান দিতে হবে ৷ এই সিদ্ধান্তগুলি নিয়েছেন ওই গ্রামের প্রাক্তন প্রধান মহম্মদ গফ্ফর।
advertisement
গ্রামের প্রাক্তন প্রধান মহম্মদ গফ্ফর জানিয়েছেন, উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী গো হত্যা রুখতে যা পদক্ষেপ তাতে তার পাশে থাকবে মুসলিম সম্প্রদায় ৷ তিনি আরও বলেছেন, যারা গরুপাচারকারীর খবর দেবে তাদের ৫১ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে ৷ মদ বিক্রি করলেও দিতে হবে ১.১১ লাখ টাকা জরিমান বলে জানিয়েছেন তিনি ৷ তবে কেউ যদি জরিমানা দিতে না পারে তাহলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ৷
তবে এই সিদ্ধান্তে অনেকেই প্রশ্ন তুলেছে ৷ কারণ এটাই প্রথম নয় ৷ এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কিন্তু কখনও ছেলেদের ক্ষেত্রে তা লাগু করা হয় না ৷ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উত্তরপ্রদেশে মদ নিষিদ্ধ নয় তাহলে কী করে তার উপর জরিমানা নেওয়া যায় ?