প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অনলাইন পাবজি গেমে আলাপ হয়েছিল ওই নয়ডার যুবক এবং পাক রমণীর৷ সেই আলাপ থেকেই শুরু বন্ধুত্ব৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ পুলিশ জানতে পেরেছে চার সন্তানকে নিয়ে পাকিস্তানি মহিলা নেপাল হয়ে উত্তরপ্রদেশে ঢোকে গত মাসে৷ তার পর বাসে করে উত্তরপ্রদেশ থেকে চলে আসেন গ্রেটার নয়ডায়৷
advertisement
গ্রেটার নয়ডায় যে যুবকের ভাড়াবাড়িতে সন্তানদের নিয়ে পাক মহিলা থাকছিলেন, তার মালিককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ তদন্তকারীদের তিনি জানিয়েছেন, মে মাস থেকে ওই যুবক ও যুবতী একসঙ্গে থাকছিলেন৷ তাঁরা জানান, রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে তাঁদের৷ স্বামী স্ত্রী পরিচয়েই ভাড়া নিয়েছিলেন ঘর৷ তাঁদের দেখে সন্তান-সহ গৃহস্থই ভেবেছিলেন বাড়ির মালিক৷ পুলিশের কাছে বলেছেন, ওই মহিলাকে দেখে বিন্দুমাত্র সন্দেহ হয়নি পাকিস্তানের নাগরিক বলে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 9:53 AM IST