TRENDING:

Love: অনলাইনে পাবজি খেলতে গিয়েই প্রেম! চার সন্তানকে নিয়ে পাকিস্তানি মহিলা প্রেমিকের টানে এলেন ভারতে

Last Updated:

Love: চার সন্তান-সহ ভারতে এসে পুলিশের হাতে আটক এক পাকিস্তানি মহিলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা : চার সন্তান-সহ ভারতে এসে পুলিশের হাতে আটক এক পাকিস্তানি মহিলা৷ গ্রেটার নয়ডা এলাকায় অবৈধ ভাবে বসবাস করার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেটার নয়ডার স্থানীয় এক বাসিন্দার বাড়িতে তাঁরা থাকছিলেন৷ ওই যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল ইন্টারনেটে পাবজি খেলার সূত্রে৷ গ্রেটার নয়ডার যে বাসিন্দা তাঁদের থাকতে দেন, আটক করা হয়েছে তাঁকেও৷ পুলিশ জানিয়েছে স্থানীয় এলাকায় ভাড়া থাকেন ওই যুবক৷
অনলাইন পাবজি গেমে আলাপ হয়েছিল ওই নয়ডার যুবক এবং পাক রমণীর
অনলাইন পাবজি গেমে আলাপ হয়েছিল ওই নয়ডার যুবক এবং পাক রমণীর
advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অনলাইন পাবজি গেমে আলাপ হয়েছিল ওই নয়ডার যুবক এবং পাক রমণীর৷ সেই আলাপ থেকেই শুরু বন্ধুত্ব৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ পুলিশ জানতে পেরেছে চার সন্তানকে নিয়ে পাকিস্তানি মহিলা নেপাল হয়ে উত্তরপ্রদেশে ঢোকে গত মাসে৷ তার পর বাসে করে উত্তরপ্রদেশ থেকে চলে আসেন গ্রেটার নয়ডায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গ্রেটার নয়ডায় যে যুবকের ভাড়াবাড়িতে সন্তানদের নিয়ে পাক মহিলা থাকছিলেন, তার মালিককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ তদন্তকারীদের তিনি জানিয়েছেন, মে মাস থেকে ওই যুবক ও যুবতী একসঙ্গে থাকছিলেন৷ তাঁরা জানান, রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে তাঁদের৷ স্বামী স্ত্রী পরিচয়েই ভাড়া নিয়েছিলেন ঘর৷ তাঁদের দেখে সন্তান-সহ গৃহস্থই ভেবেছিলেন বাড়ির মালিক৷ পুলিশের কাছে বলেছেন, ওই মহিলাকে দেখে বিন্দুমাত্র সন্দেহ হয়নি পাকিস্তানের নাগরিক বলে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Love: অনলাইনে পাবজি খেলতে গিয়েই প্রেম! চার সন্তানকে নিয়ে পাকিস্তানি মহিলা প্রেমিকের টানে এলেন ভারতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল