TRENDING:

কোটিপতি হওয়ার ফাঁদ; পাকিস্তান থেকে আসা এই নম্বরে ফোন করলেই সর্বস্বান্ত হবেন আপনি!

Last Updated:

Pakistan WhatsApp Video Message Scam: অপরাধীরা কখনও সরাসরি ফোন কল করে আবার কখনও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কল অথবা মেসেজের মাধ্যমে প্রতারণার জাল বিছিয়েছে গোটা পৃথিবী জুড়ে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গোটা পৃথিবী জুড়ে সাইবার ক্রাইমের বাড়বাড়ন্ত ক্রমশ উর্ধ্বমুখী। তার জেরে প্রতারণা চক্রের খপ্পরে পড়ে কখনও অহেতুক ঝামেলা-ঝঞ্ঝাট, আবার কখনও মোটা অঙ্কের টাকা খোয়াতে হচ্ছে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে। অপরাধীরা কখনও সরাসরি ফোন কল করে আবার কখনও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কল অথবা মেসেজের মাধ্যমে প্রতারণার জাল বিছিয়েছে গোটা পৃথিবী জুড়ে (Pakistan WhatsApp Video Message Scam) ৷
advertisement

সম্প্রতি এমনই এক জাল প্রতারণা চক্রের হদিশ পেয়েছে খোদ দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ। আর তা নিয়েই ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা জানিয়েছেন, সাধারণ মানুষকে মোটা টাকার প্রলোভন এমনকী, রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে ওই ভুয়ো মেসেজটি এসেছে প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে। ইতিমধ্যেই ওই ভুয়ো মেসেজটি সম্বন্ধে সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ।

advertisement

আরও পড়ুন-ছবিই বলে দেবে স্বভাব কেমন! সবার আগে কী দেখছেন বলুন তো?

এ বিষয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা জানিয়েছেন, সম্প্রতি ওই মেসেজটি পাঠানো হয়েছে পাকিস্তানের একটি মোবাইল নম্বর থেকে। ওই ভুয়ো মেসেজটি যে পাকিস্তান থেকেই এই দেশে এসেছে সে বিষয়ে একপ্রকার নিশ্চিত হয়েছেন পুলিশ আধিকারিকরা। ভুয়ো ওই মেসেজটি এসেছে ৯২-৩২২১৬১৭০১৬ এই মোবাইল নম্বর থেকে। তবে সরাসরি ফোন কল না করে ওই মেসেজটি পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে।

advertisement

ওই মেসেজে লেখা রয়েছে- ‘‘আপনি কি কোটিপতি হতে চান, তাহলে এই নম্বরে যোগাযোগ করুন।’’ পাশাপাশি ওই মেসেজে লেখা হয়েছে ইতিমধ্যেই নির্বাচিত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ‘‘কৌন বনেগা ক্রোড়পতি’’ লাকি ড্রয়ের অংশ হিসাবে ২৫ লক্ষ টাকা জিতেছেন। এ ছাড়াও ওই লাকি ড্র অর্থাৎ লটারির বিষয়ে বিশদ বিবরণের জন্য ৬২৬১৩৪৩১৪৬ নম্বরে গ্রাহকদের সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে, যেখানে শুধুমাত্র ফোন করে কথা বলতে পারবেন গ্রাহকরা।

advertisement

আরও পড়ুন-স্বাস্থ্য বিমা নিয়েছেন? জানুন কোম্পানি কোন কোন চিকিৎসার খরচ বহন করবে না

ওই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ মারফত কোনও মেসেজ পাঠাতে গ্রাহকদের নিষেধ করেছে অপরাধীরা। ওই নম্বরে যোগাযোগ করলে গ্রাহকরা জনৈক রানা প্রতাপ নামে এক ব্যক্তির কাছ থেকে লটারির বিষয়ে বিশদ জানতে পারবেন বলে জানানো হয়েছে ওই ভুয়ো মেসেজে।

advertisement

কিন্তু ওই ভুয়ো মেসেজটি যে পাকিস্তানের মাটি থেকেই এদেশে এসেছে সে বিষয়ে কীভাবে নিশ্চিত হলেন দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা? এ বিষয়ে আধিকারিকরা জানিয়েছেন ওই ভুয়ো প্রতারণা চক্রের মেসেজটি যে মোবাইল নম্বর থেকে এসেছে, সেটি যে পাকিস্তান থেকে এসেছে তা বোঝা যায় ওই নম্বরের প্রথম দুটি সংখ্যা দেখেই। কারণ ওই নম্বরটির প্রথম দুটি সংখ্যা ৯২ হল পাকিস্তানের আইএসডি কোড। এ থেকেই পুলিশ আধিকারিকরা ওই নম্বরটির উৎসস্থল খুঁজে পেয়েছেন বলে জানা গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পাশাপাশি পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, গ্রাহকদের সামনে ওই মেসেজটির বিশ্বাসযোগ্যতা বাড়াতে পাকিস্তানি প্রতারকরা আমাদের দেশের দুই প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও শাহরুখ খান (Shah Rukh Khan) এবং শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছবি ব্যবহার করেছে। তবে ওই ভুয়ো মেসেজ নিয়ে নিয়ে ইতিমধ্যেই জোরকদমে তদন্ত শুরু করার পাশাপাশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক করেছে দিল্লি পুলিশ।

বাংলা খবর/ খবর/দেশ/
কোটিপতি হওয়ার ফাঁদ; পাকিস্তান থেকে আসা এই নম্বরে ফোন করলেই সর্বস্বান্ত হবেন আপনি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল