Health Insurance: স্বাস্থ্য বিমা নিয়েছেন? জানুন কোম্পানি কোন কোন চিকিৎসার খরচ বহন করবে না

Last Updated:

কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হল যার খরচ বিমা কোম্পানি বহন করে না।

#কলকাতা: প্রতিনিয়ত মূল্যবৃদ্ধির কারণে দৈনন্দিন জিনিসপত্রের পাশাপাশি ওষুধপত্রের দাম এবং চিকিৎসা খরচও বৃদ্ধি পাচ্ছে। এই কারণেই আজকের সময়ে স্বাস্থ্য বিমা পলিসি (Health Insurance) থাকা খুবই প্রয়োজনীয়। স্বাস্থ্য বিমা নেওয়ার সময় ভালোভাবে দেখে নেওয়া উচিত বিমা কোম্পানি কোন কোন চিকিৎসার খরচ বহন করবে। সাধারণত বিমা পলিসির শর্তাবলী খুবই জটিল যা অনেক সময় গ্রাহকদের পক্ষে বোঝা মুশকিল হয়ে যায়।
কোম্পানি ফুল বডি কভারেজ বললেও এমন কিছু বিষয় আছে যার জন্য বিমার কোনও টাকা পাওয়া যাবে না। গ্রাহকরা প্রথমে এই খুঁটিনাটি বিষয়গুলির দিকে নজর দেয় না এবং পরে সমস্যার সময় কোম্পানি শর্তাবলী দেখিয়ে ক্লেম খারিজ করে দেয়। এই প্রতিবেদনে এমনই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হল যার খরচ বিমা কোম্পানি বহন করে না।
advertisement
advertisement
কসমেটিক্স সার্জারি
বেশিরভাগ কোম্পানি তাদের স্বাস্থ্য বিমায় কসমেটিক্স সার্জারির খরচ বহন করে না। সাধারণত মুখ, চামড়া বা চোখের নিচের দাগ সরাতে কসমেটিক্স সার্জারি করা হয়। অন্যদিকে, লাইপোসাকশন নামে আর একধরনের অস্ত্রোপচার রয়েছে যা দেহের অতিরিক্ত চর্বি অপসারণের জন্য ব্যবহার করা হয়। স্বাস্থ্য বিমা এই লাইপোসাকশনের জন্যও কোনও টাকা দেয় না।
advertisement
বন্ধ্যাত্ব বা গর্ভাবস্থা
বন্ধ্যাত্ব বা অন্যান্য গর্ভাবস্থা সংক্রান্ত জটিলতার জন্য চিকিৎসা বা হাসপাতালের স্বাস্থ্য বিমা পলিসির কভারেজ থেকে বাদ দেওয়া হয়। গর্ভাবস্থা সম্পর্কিত চিকিৎসার জন্য কিছু কিছু বিমা কোম্পানি মাতৃত্ব স্বাস্থ্য বিমার সুবিধা প্রদান করে। গর্ভপাত বা প্রসব জাতীয় যাবতীয় খরচ কভার করা হয় এই মাতৃত্ব বিমায়।
advertisement
দীর্ঘস্থায়ী পুরনো রোগ
দীর্ঘস্থায়ী পুরনো রোগের খরচ স্বাস্থ্য বিমার খরচের আওতায় পড়ে না। বিমা বিষয়ক বিশেষজ্ঞদের মতে, পলিসি কেনার আগে ভালোভাবে শর্তাবলী পড়ে নেওয়া উচিত। অনেক সময় দেখা যায় বিমা করার আগের রোগের জন্য কোম্পানি টাকা প্রদান করে না এবং গ্রাহকরা এই বিষয়টি না জেনেই বিমা ক্রয় করে।
advertisement
দৃষ্টি এবং শ্রবণের সমস্যা
স্বাস্থ্য বিমার দিক থেকে বিচার করলে দৃষ্টি এবং শ্রবণের সমস্যা সাধারণত দুই ধরণের হয়। এক, বিমা করার আগে থেকেই দৃষ্টি-শ্রবণের সমস্যা। দ্বিতীয়টি হল আকস্মিক দুর্ঘটনার কারণে দৃষ্টি এবং শ্রবণের সমস্যা। প্রথম ক্ষেত্রের জন্য বিমা কোম্পানির তরফে কোনও টাকা দেওয়া হবে। দ্বিতীয় ক্ষেত্রে যদি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন না হয় তবে এই ক্ষেত্রেও বিমা কোম্পানি কোনও খরচ বহন করবে না।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Insurance: স্বাস্থ্য বিমা নিয়েছেন? জানুন কোম্পানি কোন কোন চিকিৎসার খরচ বহন করবে না
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement