Digha Women Security: দিঘায় মহিলা পুলিশের বিশেষ স্কোয়াড, মহিলা পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

Last Updated:

Digha Women Tourist Security: মঙ্গলবার থেকে দিঘায় চালু হল মহিলা পুলিশের বিশেষ স্কোয়াড (Digha Women Security)।

কিন্তু অনেকেরই জানা নেই এই চড়া দামের মধ্যেও দীঘায় মাত্র ২২৫ টাকাতেই রয়েছে থাকার ব্যবস্থা অর্থাৎ হোটেল। বিশ্বাস না হলেও এই অবিশ্বাস্য ব্যবস্থা করে রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদিত নিউ দিঘা যুব আবাস। এখানে মাথাপিছু প্রতিদিন খরচ ২২৫ টাকা। এছাড়াও AC ডবল বেড রুমের ভাড়া ৭৫০ টাকা এবং ট্রিপল বেড রুমের খরচ প্রতিদিন ১১২৫ টাকা।
কিন্তু অনেকেরই জানা নেই এই চড়া দামের মধ্যেও দীঘায় মাত্র ২২৫ টাকাতেই রয়েছে থাকার ব্যবস্থা অর্থাৎ হোটেল। বিশ্বাস না হলেও এই অবিশ্বাস্য ব্যবস্থা করে রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদিত নিউ দিঘা যুব আবাস। এখানে মাথাপিছু প্রতিদিন খরচ ২২৫ টাকা। এছাড়াও AC ডবল বেড রুমের ভাড়া ৭৫০ টাকা এবং ট্রিপল বেড রুমের খরচ প্রতিদিন ১১২৫ টাকা।
দিঘা: দিঘায় বেড়াতে আসা মহিলা পর্যটকদের নিরাপত্তায় কড়াকড়ি। সৈকতের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিতে নয়া পরিকল্পনা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। মঙ্গলবার থেকে দিঘায় চালু হল মহিলা পুলিশের বিশেষ স্কোয়াড (Digha Women Security)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় মহিলাদের নিরাপত্তার জন্য তৈরি হচ্ছে বিশেষ মহিলা পুলিশ স্কোয়াড। এবার দিঘায় চালু হল উইনার্স স্কোয়াড নামের বিশেষ মহিলা নিরাপত্তা টিম। মহিলা পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা জেলা পুলিশের (Digha Women Tourist Security)।
advertisement
advertisement
একমাস ধরে মহিলা কনস্টেবলদের একটি টিমকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বরাদ্দ হয়েছে দশটি গাড়ি। মঙ্গলবার কাঁথিতে উদ্বোধন হল মহিলা স্কোয়াডের। দিঘায় থাকবে পাঁচটি গাড়ি। সঙ্গে বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশের একটি টিম।
মহিলা নিরাপরত্তায় চালু হয়েছে নতুন হেল্পলাইন নম্বরও। - ৭৮৬৫০৩২৯৭৮
advertisement
পুলিশ সুপারের দাবি, মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ পেলেই ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবে টিমের সদস্যরা। আপাতত পূর্ব মেদিনীপুর জেলায় তৈরি হয়েছে দুটি টিম। একটি থাকবে দিঘায়। অন্যটি কাঁথিতে। হলদিয়া ও তমলুকেও তৈরি হবে মহিলা পুলিশ স্কোয়াড।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Women Security: দিঘায় মহিলা পুলিশের বিশেষ স্কোয়াড, মহিলা পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement