দিঘা: দিঘায় বেড়াতে আসা মহিলা পর্যটকদের নিরাপত্তায় কড়াকড়ি। সৈকতের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিতে নয়া পরিকল্পনা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। মঙ্গলবার থেকে দিঘায় চালু হল মহিলা পুলিশের বিশেষ স্কোয়াড (Digha Women Security)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় মহিলাদের নিরাপত্তার জন্য তৈরি হচ্ছে বিশেষ মহিলা পুলিশ স্কোয়াড। এবার দিঘায় চালু হল উইনার্স স্কোয়াড নামের বিশেষ মহিলা নিরাপত্তা টিম। মহিলা পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা জেলা পুলিশের (Digha Women Tourist Security)।
একমাস ধরে মহিলা কনস্টেবলদের একটি টিমকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বরাদ্দ হয়েছে দশটি গাড়ি। মঙ্গলবার কাঁথিতে উদ্বোধন হল মহিলা স্কোয়াডের। দিঘায় থাকবে পাঁচটি গাড়ি। সঙ্গে বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশের একটি টিম।
মহিলা নিরাপরত্তায় চালু হয়েছে নতুন হেল্পলাইন নম্বরও। - ৭৮৬৫০৩২৯৭৮
আরও পড়ুন-শিল্প সম্মেলনে রাজ্যের ফোকাস কোন কোন ক্ষেত্রে?
পুলিশ সুপারের দাবি, মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ পেলেই ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবে টিমের সদস্যরা। আপাতত পূর্ব মেদিনীপুর জেলায় তৈরি হয়েছে দুটি টিম। একটি থাকবে দিঘায়। অন্যটি কাঁথিতে। হলদিয়া ও তমলুকেও তৈরি হবে মহিলা পুলিশ স্কোয়াড।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha