ভিডিওতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের ওই যুবক রীতিমতো প্রশংসা করেছেন ভারতের সামরিক শক্তির। পাকিস্তান সেনাবাহিনীর অক্ষমতাও দিব্যি জোর গলায় প্রকাশ করেছেন পাকিস্তানের ওই নাগরিক।
ভিডিওতে ওই পাক যুবককে বলতে শোনা গিয়েছ, ‘‘ওরা স্বীকার করছে না যে ভারত ঢুকে মেরেছে। সত্যিই ভারত ঢুকে এসে মেরেছে। আমরা ওদের মিসাইলগুলোকে থামাতে পারিনি। এটাই সত্যি। এখন আপনারা বলবেন যে ভারতের প্রশংসা করছি। কিন্তু যেটা সত্যি, সেটা তো সত্যি।’’
ভারতের মিসাইলগুলি প্রত্যেকটি সঠিক ভাবে হিট করেছে টার্গেটে। যুবককে বলতে শোনা যায়, ‘‘ভারত ২৪ টি মিসাইল ছুঁড়েছিল, প্রত্যেকটা সঠিক টার্গেটে হিট করেছে। আটকাতেই পারেনি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানি বলেছে যে ইসরায়েলে ১০০টিরও বেশি মিসাইল ফায়ার হয় কিন্তু সেখানে হয়তো একটি মাত্র পড়ে। ইসরায়েলের শক্তি দেখুন, আর আমাদের শক্তি দেখুন।’’