‘পাকিস্তান সাইবার ফোর্স’ নামের এক সোশ্যাল মিডিয়া হ্যান্ডল মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পাররিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিস অ্যান্ড অ্যানালিসিসের ওয়েবসাইট হ্যাক করার দায় স্বীকার করেছে৷
CNN-News18 জানতে পেরেছে, হ্যাকাররা আর্মার্ড ভেহিকল নিগম লিমিটেড নামের প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় থাকা একটি পাবলিক সেক্টরের ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করেছিল৷
advertisement
বর্তমানে নিষিদ্ধ ওই পাকিস্তানের হ্যাকার গ্রুপ সোশ্যাল মিডিয়ায় আর্মার্ড ভেহিকল নিগম লিমিটেডের ওয়েবপেজের স্ক্রিনশট শেয়ার করেছে৷ পাশাপাশি, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক হিসাবে দাবি করে একটি নামের তালিকাও তারা প্রকাশ করেছে৷ পোস্টের সঙ্গে লিখেছে, ‘হ্যাকড. তোমাদের নিরাপত্তা একটা ধারণা মাত্র৷ MES ডেটা ওনড’৷
হ্যাকাররা দাবি করেছে, মনোহর পাররিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিস অ্যান্ড অ্যানালিসিসের ওয়েবসাইটের ১৬০০ বইউজারের ১০ জিবি ডেটা তারা হাতে পেয়েছে৷
সূত্রের খবর, নিরাপত্তার খাতিরে আর্মার্ড ভেহিকল নিগম লিমিটেড ওয়েবসাইট বর্তমানে অফলাইন করে দেওয়া হয়েছে৷ কতটা কী ক্ষতি হয়েছে, বা আদৌ হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন ভারতীয় আধিকারিকেরা৷