এর আগে চলতি বছরের ১০ এপ্রিল পুঞ্চ সেক্টরে শেষবারের মতো যুদ্ধবিরতি ভেঙেছিল পাকিস্তান। এদিন পুঞ্চ সেক্টরে দুই জায়গায় কোনও প্ররোচনা ছাড়াই ভারতীয় সেনা চৌকি লক্ষ করে গুলি চালায় পাক সেনা ৷
চারমাসের বিরতির পর সীমান্ত পারে ফের চলল গুলি, আবারও গর্জাল পাক সেনার কামান ৷ ভোর তিনটে থেকে গ্রেনেড হামলা চালায় পাকিস্তান ৷ এর আগে গত বছর সেপ্টম্বর মাসে ১৮ তারিখ পুঞ্চ জেলার বালাখোটে সেক্টরে যুদ্ধবিরতি ভেঙেছিল পাকিস্তান ৷ গত একবছরের আন্তঃসীমান্ত গুলিবর্ষণে ১১ জনের মৃত্যু হয়েছে ৷ আঙতের সংখ্যা ৭১ ৷
advertisement
প্রতিবেশীর আচরণের কড়া জবাব দিল নয়াদিল্লি। নজিরবিহীনভাবে, এই প্রথম ইসলামাবাদকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাই জানালেন না রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পাকিস্তানের সত্তরতম স্বাধীনতা দিবসে ওয়াঘার দু’পারেই বজায় রইল উত্তেেজনা।বিতর্কের ঝড় তুলে খাস দিল্লিতে বসে পাকিস্তানের স্বাধীনতা দিবস জম্মু-কাশ্মীরকে উৎসর্গ করলেন পাক রাষ্ট্রদূত। পাল্টা পাকিস্তানকে ব্যঙ্গ ভারতের।