TRENDING:

LOC: বর্ডার পেরিয়ে গুলি চালিয়েছিল পাকসেনা, 'যোগ্য জবাবে' উচিত শিক্ষা ভারতীয় সেনাবাহিনীর

Last Updated:

নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান সেনা আর সেই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর সীমান্ত অঞ্চল। গুলি চালানোর প্রেক্ষিতে ভারতের পক্ষ থেকেও 'যোগ্য জবাব'দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জম্মু-কাশ্মীর: নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান সেনা আর সেই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর সীমান্ত অঞ্চল। গুলি চালানোর প্রেক্ষিতে ভারতের পক্ষ থেকেও ‘যোগ্য জবাব’দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে।
পাকসেনা গুলি চালালেও তার প্রেক্ষিতে যোগ্য জবাবে দেয় ভারতীয় সেনা।
পাকসেনা গুলি চালালেও তার প্রেক্ষিতে যোগ্য জবাবে দেয় ভারতীয় সেনা।
advertisement

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানান হয়েছে মঙ্গলবার ‘বিনা প্ররোচনায়’ গুলি চালিয়েছে পাক সেনা। আর এরপরেই ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই জানান হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে।

এই প্রসঙ্গে বুধবার ভারতীয় সেনার জনসংযোগ দফতরের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, “গত ১ এপ্রিল কৃষ্ণা ঘাঁটি সেক্টর এলাকায় প্রথম মাইন বিস্ফোরণ হয়। ওই সময় পাকসেনার পক্ষ থেকে গোটা সীমান্তে (এলওসি) উত্তপ্ত করা চেষ্টা করছিল”

advertisement

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, “এরপরেই পর পর গুলি চালাতে থাকে পাকসেনা।”

এই ঘটনার প্রেক্ষিতেই ভারতীয় সেনাও যোগ্য জবাব দিয়েছে বলে জানানো হয়। এই প্রসঙ্গে বিবৃতিতে জানানো হয়,”আমাদের বাহিনীও পাল্টা জবাব দেয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

আরও পড়ুন: সীমান্তে কোনও এদিক-ওদিক নয়, চরম হুঁশিয়ারি দিয়ে অভিনব ব্যবস্থা, গলবে না মাছিও

advertisement

প্রসঙ্গত, গত ১ এপ্রিল দুপুর ১টা বেজে ৩৫ মিনিটে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্দহার তেহশিলের কৃষ্ণা ঘাঁটির পার্বত্য এলাকায় এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: লোকসভায় পেশ সংশোধনী ওয়াকফ বিল, ‘মোদিজি না থাকলে সংসদও ওয়াকফ সম্পত্তি হত’, দাবি রিজিজুর

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

সংবাদমাধ্যম এএনআই সূত্রে খবর, এর আগেও পাক সেনা এলওসির কেজি সেক্টরে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছিল। এরপরে ফের চুক্তি লঙ্ঘন করে গুলি চালাল পাকসেনা। কিন্তু, এই গুলি চালানোর প্রেক্ষিতে ভারতের পক্ষ থেকেও ‘যোগ্য জবাব’ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
LOC: বর্ডার পেরিয়ে গুলি চালিয়েছিল পাকসেনা, 'যোগ্য জবাবে' উচিত শিক্ষা ভারতীয় সেনাবাহিনীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল