Waqf Amendment Bill Pass Updates: লোকসভায় পেশ সংশোধনী ওয়াকফ বিল, 'মোদিজি না থাকলে সংসদও ওয়াকফ সম্পত্তি হয়ে যেত', দাবি কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর

Last Updated:

Waqf Amendment Bill Pass Updates: সংসদে পেশ হল সংশোধনী ওয়াকফ বিল। বুধবার সংসদের নিম্নকক্ষে এই বিলটি পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

সংসদে পেশ হল সংশোধনী ওয়াকফ বিল
সংসদে পেশ হল সংশোধনী ওয়াকফ বিল
নয়াদিল্লি: সংসদে পেশ হল সংশোধনী ওয়াকফ বিল। বুধবার সংসদের নিম্নকক্ষে এই বিলটি পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এরপর ৮ ঘণ্টা ধরে এই বিল নিয়ে আলোচনা হবে উভয় কক্ষে। তারপর এটির ওপর ভোটাভুটি হবে।
লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ পেশ হওয়ার আগে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “আজ ঐতিহাসিক দিন। আজ ওয়াকফ (সংশোধনী) বিল লোকসভা পেশ করা হবে। দেশের স্বার্থেই এই বিল পেশ করা হচ্ছে।”
আরও পড়ুন: যাঁরা লাল রঙের পোশাক পরতে পছন্দ করেন, তাঁদের চরিত্র কেমন হয় জানেন? জানুন জ্যোতিষকথা
বিরোধীরা বিল নিয়ে ভুল তথ্য এবং গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন রিজিজু। বিলের সমালোচনা যাঁরা করছেন, তাঁদের নিশানা করে রিজিজু বলেন, “যখন আমরা কোনও ইতিবাচক সংস্কার আনছি, তখন কেন প্রশ্ন তোলা হচ্ছে?”
advertisement
advertisement
আলোচনা এবং সকলের মতামত নেওয়ার জন্য যৌথ সংসদীয় কমিটি বা জেপিসিকে ধন্যবাদ জানালেন রিজিজু। বললেন, “আমি জেপিসির সব সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। ২৮৪টি প্রতিনিধিদল, ২৫টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ওয়াকফ বোর্ড এই বিষয়ে জেপিসির কাছে নিজেদের মতামত জানিয়েছে।”
advertisement
আরও পড়ুন: মে মাসেই মাধ্যমিক ২০২৫-এর ফলপ্রকাশ, সম্ভাব্য দিন ঘোষণা পর্ষদের! দ্রুত রেজাল্ট আউট করতে বড় উদ্যোগ
রিজিজুর বক্তৃতার সময় বিলের বিরোধিতায় স্লোগান বিরোধী সাংসদদের। বিরোধীরা পরে বলার সুযোগ পাবেন জানিয়ে শান্ত হওয়ার অনুরোধ স্পিকার ওম বিড়লার। বিল পেশের পর পূর্বতন ইউপিএ সরকারকে আক্রমণ করে রিজিজু বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াকফের হাতে সংসদ ভবনের অধিগ্রহণ আটকেছেন। ইউপিএ সরকার সংসদ এবং বিমানবন্দরের জমি ওয়াকফের হাতে তুলে দিয়েছিল।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Waqf Amendment Bill Pass Updates: লোকসভায় পেশ সংশোধনী ওয়াকফ বিল, 'মোদিজি না থাকলে সংসদও ওয়াকফ সম্পত্তি হয়ে যেত', দাবি কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement