জানা গিয়েছে, সশস্ত্র বাহিনী এবং কূটনীতির অবসরপ্রাপ্ত সৈনিক সহ আরও ছয়জন সদস্যকে বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (RAW) প্রাক্তন প্রধান অলোক জোশীকে৷
উপদেষ্টা বোর্ডের নতুন সদস্যদের মধ্যে রয়েছেন প্রাক্তন ওয়েস্টার্ন এয়ার কম্যান্ডার এয়ার মার্শাল পিএম সিনহা, প্রাক্তন সাউদার্ন আর্মি কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ কে সিং এবং রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না। রাজীব রঞ্জন ভার্মা এবং মনমোহন সিং হলেন ভারতীয় পুলিশ সার্ভিসের দুই অবসরপ্রাপ্ত সদস্য। অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার বি ভেঙ্কটেশ ভার্মাও সাত সদস্যের বোর্ডে রয়েছেন।
advertisement
পহেলগাম হামলার পর থেকে উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত৷ আজ একাধিক বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর ৭এলকেএম বাসভবনে এই বৈঠক হয়৷ এদিন এক সপ্তাহের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত দ্বিতীয় মন্ত্রিসভা কমিটির বৈঠক করেন নরেন্দ্র মোদি৷
গত মঙ্গলবার নিজের বাসভবনে তিন বাহিনীর প্রধান, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও৷ সূত্রের খবর, সেই বৈঠকেই তিন সশস্ত্র বাহিনীর ক্ষমতা এবং পেশাদারিত্বের উপরে পূর্ণ আস্থা রেখে দেশের হয়ে পহেলগাঁও হামলার বদলা নেওয়ার দায়িত্ব তাদের উপরেই ন্যস্ত করেছেন প্রধানমন্ত্রী৷ এদিন পহেলগাঁও হামলার বদলা কবে, কোথায়, কীভাবে নেওয়া হবে, তা স্থির করার জন্য তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
২২ এপ্রিল কাশ্মীরে পাহেলগাম সন্ত্রাসী হামলায় একজন নেপালি নাগরিক সহ ২৬ জনকে নির্মমভাবে গুলি করে খুন করেছে জঙ্গিরা৷ ঘটনার পিছনে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-এ-তৈবার ছায়া সংগঠন TRF রয়েছে বলে জানা গিয়েছে৷ পাকিস্তান থেকে পহেলগাঁওয়ে ঢুকে বৈসরন উপত্যকায় হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা৷
