এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিনয় ও হিমাংশির হানিমুনের ভিডিও বলে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, কাশ্মীরে বেড়াতে গিয়ে এই ভিডিওটিই শেষ আপলোড করেছিলেন বিনয়। কিন্তু তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছিল না। বিতর্ক থেকেই গিয়েছিল। শেষ পর্যন্ত সামনে এল সেই ভিডিওর আসল দম্পতি কারা।
নাম পরিচয় না জানালেও, ক্যামেরার সামনে বসে তাঁরা দাবি করেছেন, তাঁদের ভিডিও নৌসেনা অফিসার বিনয় ও তাঁর স্ত্রী হিমাংশীর নামে চলছে সোশ্যাল মিডিয়ায়। কোথা থেকে এই ভিডিও ভাইরাল হল তাঁরা তা জানেন না। এবং এর জেরে তাঁদের ও তাঁদের পরিবারকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। বেঁচে থেকেও ভিডিওতে RIP লেখা দেখে ভেঙে পড়েছেন তাঁরা।
গত ৬ এপ্রিলই বাগদান হয়েছিল বিনয় এবং হিমাংশীর। এর ১০ দিন পরে ১৬ এপ্রিল উত্তরাখণ্ডের মুসৌরিতে বিয়ে হয়েছিল তাঁদের। তবে এই দাম্পত্যের ৬ দিন যেতে না যেতেই নিজের জীবনসঙ্গীকে হারিয়েছেন হিমাংশী। ২৩ এপ্রিল বিনের শেষকৃত্যে হিমাংশীর কান্নায় চোখ ভিজেছে গোটা দেশেরই। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।