TRENDING:

Indo Pak Relation: বাণিজ্য-যুদ্ধ শুরু! পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা জারি ভারতের, আজ থেকেই বন্ধ সব

Last Updated:

বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টরেট জেনারেল ওই নির্দেশিকায় জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা এবং জন নীতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই নিষেধাজ্ঞা ভাঙতে গেলে ভারত সরকারের বিশেষ অনুমোদন প্রয়োজন হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে আবারও কড়া পদক্ষেপ করল ভারত৷ এবার পাকিস্তান থেকে ভারতে যাবতীয় দ্রব্যের আমদানি বন্ধ করে দিল সরকার৷ বিবৃতি জারি করে তা জানিয়ে দেওয়া হল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে৷ বিবৃতিতে জানানো হয়েছে, আজ, রবিবার থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম৷ সম্প্রতি উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ‘‘পাকিস্তানের মোকাবিলা করার জন্য ভারত কেবলমাত্র অস্ত্রের উপর নির্ভর করে না৷’’
News18
News18
advertisement

২ মে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে জারি করা ওই নির্দেশিকায় লেখা হয়েছে, ‘‘পাকিস্তান থেকে আসা যে কোনও পণ্যের ডিরেক্ট বা ইনডিরেক্ট আমদানি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে৷’’ এবিষয়ে ২০২৩ সালের বৈদেশিক বাণিজ্য নীতির একটি বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশ থেকে রাজ্যে ঢুকছে জাল ওষুধ? তদন্তে এল নতুন মোড়..কিন্তু সাহায্যই তো করছে না যোগী সরকার!

advertisement

বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টরেট জেনারেল ওই নির্দেশিকায় জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা এবং জন নীতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই নিষেধাজ্ঞা ভাঙতে গেলে ভারত সরকারের বিশেষ অনুমোদন প্রয়োজন হবে৷

সাধারণত, পাকিস্তান থেকে রকসল্ট, ড্রাই ফ্রুট, তামা, কাচের জিনিসপত্র, জৈব রাসায়নিক, সালফার, ফল এবং বাদাম এবং কিছু তেলবীজ আমদানি করা হয় ভারতে৷

advertisement

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় গুলি করে খুন করা হয় ২৬ নিরপরাধ পর্যটককে৷ ঘটনার পিছনে পাকিস্তানি জঙ্গিরা ছিল বলে জানতে পেরেছে গোয়েন্দারা৷ হামলা চালিয়েছিল পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-এ-তৈবার ছায়া সংগঠন টিআরএফ৷

আরও পড়ুন:‘এত গ্যাস সিলিন্ডার..,’ হঠাৎ করেই মমতার সারপ্রাইজ ভিজিট! তারপরেই তালা শহরের ৬ রেস্তোরাঁয়, বন্ধ সব রুফটপ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

হামলার পরেই ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত৷ একমাত্র এই পথেই দু’দেশের মধ্যে বাণিজ্য চলত৷ হামলার পর, ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমে তলানিতে পৌঁছেছে৷ শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত৷ বন্ধ করা হয়েছে পাকিস্তানের আকাশসীমা৷ ভারতে পাক হাই কমিশনের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে৷ ভারত পাকিস্তানি নাগরিকদের সমস্ত ভিসা বাতিল করেছে এবং ভারতে বসবাসকারী সকলকে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য সময়সীমা দিয়ে দিয়েছে, যার মধ্যে চিকিৎসা ভিসাধারী পাকিস্তানিরাও অন্তর্ভুক্ত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indo Pak Relation: বাণিজ্য-যুদ্ধ শুরু! পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা জারি ভারতের, আজ থেকেই বন্ধ সব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল