TRENDING:

Padma Awards 2025: Gokul Chandra Das: তাঁর হাতে প্রশিক্ষিত অসংখ্য মহিলা ঢাকি, শিল্প ক্ষেত্রে পদ্মশ্রী পাচ্ছেন বাংলার গোকুলচন্দ্র দাস

Last Updated:

Padma Awards 2025: Gokul Chandra Das: তিনি তৈরি করেছেন বিশেষ ধরনের হাল্কা ঢাক৷ যেগুলি প্রথাগত চিরাচরিত ঢাকের তুলনায় ওজনে অন্ত দেড় কেজি কম৷ পণ্ডিত রবিশঙ্কর এবং উস্তাদ জাকির হুসেনের সঙ্গেও তিনি ঢাক বাজিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ছক ভেঙে উজান স্রোতে পাড়ি দেওয়ার পুরস্কার পেলেন গোকুলচন্দ্র দাস৷ উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা ৫৭ বছরের এই ঢাকি এ বার সম্মানিত হবেন পদ্মশ্রী সম্মানে৷ শনিবার রাতে ঘোষিত হল এ বছরের পদ্মপুরস্কার প্রাপকদের তালিকা৷ মোট ১১৩ জন ভূষিত হবেন পদ্মশ্রী সম্মানে৷
গোকুলচন্দ্র দাস
গোকুলচন্দ্র দাস
advertisement

ঢাকি গোকুলচন্দ্র দাস দীর্ঘ দিন ধরে লিঙ্গ বৈষম্য ভেঙে ঢাকশিল্পীদের পুরুষশাসিত সমাজের দ্বার খুলে দিয়েছেন মহিলাদের জন্য৷ তাঁর প্রশিক্ষণে ঢাকে বোল তোলার কাজে প্রশিক্ষিত হয়েছেন প্রায় ১৫০ জন মহিলা৷ শুধু প্রশিক্ষণ দিয়েই থেমে যাননি গোকুল৷ মহিলা ঢাকিদের জন্য তিনি তৈরি করেছেন বিশেষ ধরনের হাল্কা ঢাক৷ যেগুলি প্রথাগত চিরাচরিত ঢাকের তুলনায় ওজনে অন্ত দেড় কেজি কম৷ পণ্ডিত রবিশঙ্কর এবং উস্তাদ জাকির হুসেনের সঙ্গেও তিনি ঢাক বাজিয়েছেন৷

advertisement

আরও পড়ুন : ঘোষিত পদ্ম পুরস্কার, পদ্মশ্রী প্রাপকদের তালিকায় ব্রাজিলের বেদান্ত দার্শনিক থেকে বিদেশি ট্র্যাভেল ব্লগার দম্পতি

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এছাড়াও এ বার পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন কেরলের প্রাক্তন ফুটবলার আই এম বিজয়ন, গোয়ার বাসিন্দা শতবর্ষীয় এক স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের প্রথম মহিলা পুতুলনাচ-শিল্পী৷ ২০২৪ সালে প্যারিসে প্যারালিম্পিক্সে স্বর্ণপদকজয়ী হরবিন্দর সিং-ও আছেন পদ্মশ্রী-তালিকায়৷ এই তালিকায় আর এক উজ্জ্বল নাম লিবিয়া লোবো সারদেশাই৷ পর্তুগিজ শাসন থেকে গোয়াকে মুক্ত করতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তাঁর৷ ১৯৫৫ সালে ঘন জঙ্গলে ঢাকা এলাকায় তিনি মাটির নীচে একটি রেডিও স্টেশন তৈরি করতে সাহায্য করেছিলেন৷ ‘ভোজ দ্য লিবেরদাবে’ বা ‘ভয়েস অফ লিবারেশন’ নামে ওই রেডিও চ্যানেল থেকে শ্রোতাদের উদ্বু্দ্ধ করা হত পর্তুগিজ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Padma Awards 2025: Gokul Chandra Das: তাঁর হাতে প্রশিক্ষিত অসংখ্য মহিলা ঢাকি, শিল্প ক্ষেত্রে পদ্মশ্রী পাচ্ছেন বাংলার গোকুলচন্দ্র দাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল