TRENDING:

Padma Awards 2025: Gokul Chandra Das: তাঁর হাতে প্রশিক্ষিত অসংখ্য মহিলা ঢাকি, শিল্প ক্ষেত্রে পদ্মশ্রী পাচ্ছেন বাংলার গোকুলচন্দ্র দাস

Last Updated:

Padma Awards 2025: Gokul Chandra Das: তিনি তৈরি করেছেন বিশেষ ধরনের হাল্কা ঢাক৷ যেগুলি প্রথাগত চিরাচরিত ঢাকের তুলনায় ওজনে অন্ত দেড় কেজি কম৷ পণ্ডিত রবিশঙ্কর এবং উস্তাদ জাকির হুসেনের সঙ্গেও তিনি ঢাক বাজিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ছক ভেঙে উজান স্রোতে পাড়ি দেওয়ার পুরস্কার পেলেন গোকুলচন্দ্র দাস৷ উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা ৫৭ বছরের এই ঢাকি এ বার সম্মানিত হবেন পদ্মশ্রী সম্মানে৷ শনিবার রাতে ঘোষিত হল এ বছরের পদ্মপুরস্কার প্রাপকদের তালিকা৷ মোট ১১৩ জন ভূষিত হবেন পদ্মশ্রী সম্মানে৷
গোকুলচন্দ্র দাস
গোকুলচন্দ্র দাস
advertisement

ঢাকি গোকুলচন্দ্র দাস দীর্ঘ দিন ধরে লিঙ্গ বৈষম্য ভেঙে ঢাকশিল্পীদের পুরুষশাসিত সমাজের দ্বার খুলে দিয়েছেন মহিলাদের জন্য৷ তাঁর প্রশিক্ষণে ঢাকে বোল তোলার কাজে প্রশিক্ষিত হয়েছেন প্রায় ১৫০ জন মহিলা৷ শুধু প্রশিক্ষণ দিয়েই থেমে যাননি গোকুল৷ মহিলা ঢাকিদের জন্য তিনি তৈরি করেছেন বিশেষ ধরনের হাল্কা ঢাক৷ যেগুলি প্রথাগত চিরাচরিত ঢাকের তুলনায় ওজনে অন্ত দেড় কেজি কম৷ পণ্ডিত রবিশঙ্কর এবং উস্তাদ জাকির হুসেনের সঙ্গেও তিনি ঢাক বাজিয়েছেন৷

advertisement

আরও পড়ুন : ঘোষিত পদ্ম পুরস্কার, পদ্মশ্রী প্রাপকদের তালিকায় ব্রাজিলের বেদান্ত দার্শনিক থেকে বিদেশি ট্র্যাভেল ব্লগার দম্পতি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় কিশোর-কিশোরীরা এখন ক্যারাটে এক্সপার্ট, জাতীয় প্রতিযোগিতায় জয়জয়কার
আরও দেখুন

এছাড়াও এ বার পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন কেরলের প্রাক্তন ফুটবলার আই এম বিজয়ন, গোয়ার বাসিন্দা শতবর্ষীয় এক স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের প্রথম মহিলা পুতুলনাচ-শিল্পী৷ ২০২৪ সালে প্যারিসে প্যারালিম্পিক্সে স্বর্ণপদকজয়ী হরবিন্দর সিং-ও আছেন পদ্মশ্রী-তালিকায়৷ এই তালিকায় আর এক উজ্জ্বল নাম লিবিয়া লোবো সারদেশাই৷ পর্তুগিজ শাসন থেকে গোয়াকে মুক্ত করতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তাঁর৷ ১৯৫৫ সালে ঘন জঙ্গলে ঢাকা এলাকায় তিনি মাটির নীচে একটি রেডিও স্টেশন তৈরি করতে সাহায্য করেছিলেন৷ ‘ভোজ দ্য লিবেরদাবে’ বা ‘ভয়েস অফ লিবারেশন’ নামে ওই রেডিও চ্যানেল থেকে শ্রোতাদের উদ্বু্দ্ধ করা হত পর্তুগিজ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Padma Awards 2025: Gokul Chandra Das: তাঁর হাতে প্রশিক্ষিত অসংখ্য মহিলা ঢাকি, শিল্প ক্ষেত্রে পদ্মশ্রী পাচ্ছেন বাংলার গোকুলচন্দ্র দাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল