TRENDING:

Padma Awards 2023 : ঘোষিত এ বছরের পদ্মসম্মান, তালিকায় ওআরএস-এর পথপ্রদর্শক প্রয়াত চিকিৎসক দিলীপ মহালানবীশ-সহ একাধিক কৃতী বাঙালি

Last Updated:

Padma Awards 2023 : বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশ করা হয় এ বছরের পদ্মসম্মান কারা পাচ্ছেন, সেই তালিকা৷ সেখানেই জানা যায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন প্রয়াত চিকিৎসক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : পেটের রোগে প্রাণদায়ী ওরাল রিহাইড্রেশন সল্যুশন বা ওআরএস-এর পথপ্রদর্শক প্রয়াত চিকিৎসক দিলীপ মহলানবিশ সম্মানিত হচ্ছেন মরণোত্তর পদ্মবিভূষণে৷ বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশ করা হয় এ বছরের পদ্মসম্মান কারা পাচ্ছেন, সেই তালিকা৷ সেখানেই জানা যায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন প্রয়াত চিকিৎসক৷ তাঁর দেখানো পথে ওআরএস-এর দৌলতে প্রতি বছর সারা বিশ্বে ৫ কোটিরও বেশি প্রাণ রক্ষা বলে সরকারি রিপোর্টে প্রকাশ৷
advertisement

গত বছর অক্টোবরে ৮৭ বছর বয়সে কলকাতায় প্রয়াত হন চিকিৎসক মহলানবিশ৷ সরকারি বিবৃতিতে বলা হয়েছে ৭১-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরে চিকিৎসক মহলানবিশ দেখিয়ে ছিলেন ওআরএস-এর কার্যকারিতা৷ আমেরিকা থেকে তিনি ফিরে এসেছিলেন দেশবাসীকে সেবা করার ব্রত নিয়ে৷

বাগদেবীর আরাধনার আগের দিন ঘোষিত এই ভূষণ-তালিকায় আছেন আরও কৃতী বঙ্গসন্তান৷ শিক্ষাক্ষেত্রে পদ্মশ্রী পাচ্ছেন ধনীরাম টোটো৷ মৃতপ্রায় ভাষা টোটো বা ডেঙ্কাকে নতুন জীবন দেওয়ার জন্য তাঁকে এই সম্মানে সম্মানিত করা হবে৷ টোটোর মতো বিলুপ্তপ্রায় ভাষার পাশাপাশি জলপাইগুড়ি থেকে এ বারের পদ্মসম্মানে আলোকিত হতে চলেছেন মঙ্গলাকান্তি রায়৷ তিনি এই মুহূর্তে বাংলার প্রবীণতম লোকশিল্পী৷ ১০২ বছর বয়সি মঙ্গলাকান্তি সারিন্দা বাজিয়ে চেনা পাখির কলতানের বোল ফুটিয়ে তোলেন৷ তিনিও সম্মানিত হবেন পদ্মশ্রীতে৷

advertisement

আরও পড়ুন :  প্রচারের আলো থেকে আলোকবর্ষ দূরে থেকেই জীবন কেটেছে ওআরএস পথপ্রদর্শকের

এছাড়াও পদ্মশ্রী পেতে চলেছেন কাঁথাশিল্পী প্রীতিকণা গোস্বামী৷ ঐতিহ্যবাহী কাঁথাস্টিচকে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছেন এই একাকী প্রৌঢ়া৷ পাশাপাশি, রতনচন্দ্র কর পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন জারোয়া আদিবাসীদের জন্য অবদানের স্বীকৃতিস্বরূপ৷ হামের মহামারি থেকে জারোয়া গোষ্ঠীকে রক্ষা করে ছিলেন এই অবসরপ্রাপ্ত সরকারি ডাক্তার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

এ বছর মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত হতে চলেছেন প্রয়াত রাজনীতিক মুলায়ম সিং যাদব৷ অভিনেত্রী রবীনা টন্ডন পাচ্ছেন পদ্মশ্রী সম্মান৷ পদ্মসম্মানে সম্মানিত হতে চলেছেন তবলাশিল্পী জাকির হোসেন, শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লাও৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Padma Awards 2023 : ঘোষিত এ বছরের পদ্মসম্মান, তালিকায় ওআরএস-এর পথপ্রদর্শক প্রয়াত চিকিৎসক দিলীপ মহালানবীশ-সহ একাধিক কৃতী বাঙালি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল